• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কিশোরগঞ্জে

জমকালো আয়োজনের মধ্যদিয়ে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

   ১৪ এপ্রিল ২০২৫, ১২:৪৮ পি.এম.

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

বছর ঘুরে আবার এসেছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। এই উৎসবকে ঘিরে ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক অপূর্ব মিলন মেলা ঘটেছে কিশোরগঞ্জে।শত বছরের এই ঐতিহ্যবাহী উৎসবকে সকলের মাঝে তুলে ধরতে বর্ণিল বৈশাখী মেলা ও উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন ।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার (১৪ এপ্রিল) কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সেটিকে ঘিরেই ভোর থেকে দল মত নির্বিশেষে উৎসুক জনতার সমাগম ঘটে পুরাতন স্টেডিয়ামে।

সকাল দশটায় গ্রামীণ সংস্কৃতির আদলে তৈরি  শোভাযাত্রাটি পুরাতন স্টেডিয়াম হতে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি এসে মিলিত হয়।

শোভাযাত্রাটিতে স্থান পায় বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা , বিলুপ্ত প্রায় গরুর গাড়ি, পালকিতে করে নববধূ রূপে বাংলার কৃষানী , শুভযাত্রা অংশ নেয় বিভিন্ন স্কুল-কলেজের ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং পেশাজীবীরা ।

পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে একটি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে সারাদিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে মেলা, বান্নি এই আয়োজনে আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন ঘটবে। মেলায় থাকছে চুড়ি, ফুল, দেশীয় পোশাক ও খাবার, হাওয়াই মিঠাই, চোল ও চুলির সাথে ফ্ল্যাশ মব। এই বর্ণিল আয়োজনে সকলকে আমন্ত্রণ জানিয়েছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ।

পহেলা বৈশাখ উপলক্ষে জেলায় সারাদিনব্যাপী বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বৈশাখী অনুষ্ঠান চলবে । 

ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/এম  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির
ভাঙ্গুড়ায় ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা