• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

অভিযোগ অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

মহেশখালীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

   ১৪ এপ্রিল ২০২৫, ০৭:১০ পি.এম.
বিএনপি নেতা রশিদ আহমেদ ও ছাত্রলীগ নেতা অমিত ইকবাল। ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে রাজনীতি নিয়ে কথা-কাটাকাটির জেরে রশিদ আহমেদ (৫৭) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এ ঘটনা ঘটে।

রশিদ আহমেদ উত্তর নলবিলার মৃত লাল মিয়ার ছেলে এবং স্থানীয় কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সদস্য ও ১ নং ওয়ার্ডের সহসভাপতি। এ ঘটনায় অভিযুক্ত অমিত ইকবাল কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। অন্যদের ধরতে অভিযান চলছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি কাইছার হামিদ জানান, আজ দুপুরের দিকে কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামে রাস্তার পাশে তাস খেলছিলেন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অমিত ও তাঁর বন্ধুরা। এ সময় বিএনপি নেতা রশিদ পাশ দিয়ে যাচ্ছিলেন। তাঁকে উদ্দেশ করে বিএনপি রাজনীতি নিয়ে উসকানিমূলক মন্তব্য করেন অমিত। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অমিত ইকবাল লাঠি দিয়ে রশিদকে আঘাত করেন। পরে দ্বিতীয় দফায় অমিত ও তাঁর ভাই কামরুল লোহার রড দিয়ে রশিদকে পিটিয়ে আহত করেন। গুরুতর অবস্থায় রশিদকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে নেয়। পরে চকরিয়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রশিদ আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অমিতের বাড়ি ঘেরাও করে তাঁর ভাই কামরুলকে আটক করে মহেশখালী থানা-পুলিশের কাছে সোপর্দ করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মহেশখালী থানার ওসি কাইছার হামিদ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই