• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

খামারবাড়িতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

   ২১ এপ্রিল ২০২৫, ০৪:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৮ দফা দাবি আদায়ে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সামনে ব্লকেড কর্মসূচি পালন করছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) দুপুর পর্যন্ত তাদের অধিদপ্তরের সব গেইট বন্ধ করে অবস্থান করতে দেখা গেছে।

সরেজমিনে প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থীকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সামনে অবস্থান করতে দেখা গেছে। সকাল থেকেই সেখানে অবস্থান নেয়ার পর একপর্যায়ে অধিদপ্তরের সব গেইট বন্ধ করে দেন তারা। এতে অনেক কর্মকর্তাই অফিসে ঢুকতে পারেননি। সবশেষ দুপুর আড়াইটায় এ প্রতিবেদন লিখা পর্যন্ত দাবি আদায়ে অনড় অবস্থানে দেখা গেছে শিক্ষার্থীদের। সেই দাবি আদায়ে নানা স্লোগানও দিতে দেখা যায় তাদের।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে।

এর আগে একই দাবিতে রোববার (২০ এপ্রিল) রাজধানীর জাতীয় শহিদ মিনারের সামনে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। সেদিন সারা দেশের কয়েক শ’ ডিপ্লোমা শিক্ষার্থী ওই কর্মসূচিতে অংশ নেন। পরে ওই কর্মসূচি থেকে সোমবার ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- 

১) ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে।

২) উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারির পাশাপাশি প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

৩) কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট দূর করতে হবে।

৪) কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে।

৫) সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে।

৬) ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে।

৭) কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে।

৮) উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে হঠাৎ গুলি ছুড়ে বাসে আগুন
রাজধানীতে হঠাৎ গুলি ছুড়ে বাসে আগুন
ফাঁকা রাস্তা যেন ঈদের আমেজ
ফাঁকা রাস্তা যেন ঈদের আমেজ
এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা
এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা