• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বনানীতে অটোচালকদের মারমুখী আচরণ

   ২১ এপ্রিল ২০২৫, ০৬:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানী ১১ নম্বর সড়কে আন্দোলনরত ব্যাটারিচালিত রিকশাচালকদের মারমুখী আচরণ ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাদের সঙ্গে পুলিশ সদস্যরাও ছিল।

গত কয়েকদিন আগে গুলশান সোসাইটিতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। কিন্তু সোসাইটির এই সিদ্ধান্ত মেনে নেননি চালকরা। তারা গত কয়েকদিন ধরে গুলশানের বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে আন্দোলন করে আসছিলেন। কিন্তু আজ সোসাইটির বাসিন্দারা গুলশানের শেষ মাথায় এবং বনানী এলাকার শুরুর রাস্তায় ব্যাটারিচালিত রিকশা আটক করছিলেন। এতে চালকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা বনানী ১১ নম্বর এলাকায় আন্দোলন শুরু করেন। এ সময় তাদের আন্দোলনের ভিডিও এবং ছবি যারাই তুলতে যান তাদেরই লাঠিপেটা করেন রিকশাচালকরা।

স্থানীয়রা জানান, এখন পর্যন্ত ব্যাটারিচালিত রিকশাচালকরা দুই থেকে তিনজন মোটরসাইকেল চালককে লাঠি দিয়ে পিটিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, ব্যাটারিচালিত রিকশা চালকরা বর্তমানে বনানী ১১ নম্বর রোডে অবস্থান করছেন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে। তবে আমরা ঘটনাস্থলে রয়েছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

রিকশাচালকরা কাউকে মারধর করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, যারাই তাদের আন্দোলনের ছবি ও ভিডিও নেওয়ার চেষ্টা করছে তাদের ধাওয়া দিয়ে লাঠিপেটা করছে চালকরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
ঢাকায় হিমেল বাতাসে বেড়েছে শীতের আমেজ
ঢাকায় হিমেল বাতাসে বেড়েছে শীতের আমেজ
আগারগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬
আগারগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬