• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আতঙ্কের নাম কিশোর গ্যাং

   ২৮ এপ্রিল ২০২৫, ০২:১৬ পি.এম.
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক
মাথাচাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাং। দিনে দুপুরে অস্ত্র হাতে মহড়া দিয়ে, ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষকে নিজেদের শক্তি জানান দিচ্ছে তারা। এতে আতঙ্কের জনপদে পরিণত হয়েছে রাজধানী ঢাকা শহর।

অস্ত্র হাতে কিশোর গ্যাং সদস্যদের মহড়া দেখে নগরবাসী। এক কথায় ফের বেপরোয়া হয়ে ফিরেছে কিশোর গ্যাং।

নিজেদের শক্তি ও আধিপত্য দেখাতে প্রকাশ্যে সহিংসতায় জড়াচ্ছে তারা। গেলো ৮ বছরে এসব কিশোর গ্যাংয়ের হাতে অন্তত ১২টি হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়া মাদক কারবার, ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিংয়ের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা। এ অবস্থায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।

বিগত সরকারের সময়ে নিজেদের স্বার্থে কিশোর গ্যাং তৈরি করেছিলেন রাজনৈতিক নেতারা। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের সময় অনেক নেতাকর্মী পালিয়ে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা হয়ে পড়ে অনেকটা আশ্রয়হীন। তবে গেলো ৮ মাসে নেতা পরিবর্তন করে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে ওইসব কিশোর গ্যাং।

কিশোর গ্যাং এবং অস্ত্র চক্রের আস্তানায় অভিযান চালিয়ে, মূল অস্ত্র সরবরাহকারীসহ অন্তত ১৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক উদ্ধার করা হয়েছে।

নিজেদের স্বার্থে যারা কোমলমতি কিশোরদের গ্যাংয়ে পরিণত করে, নেপথ্যের সেই নিয়ন্ত্রকদের মুখোশ উম্মোচন করা না গেলে আত্মঘাতী এ প্রবণতা থামবে না বলে শঙ্কা সচেতন মহলের।

ভিওডি বাংলা/ এমএই

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
ঢাকায় হিমেল বাতাসে বেড়েছে শীতের আমেজ
ঢাকায় হিমেল বাতাসে বেড়েছে শীতের আমেজ
আগারগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬
আগারগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬