• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শ্রেণি কক্ষে তালা, ক্লাস হচ্ছে বারান্দায়

   ২৯ এপ্রিল ২০২৫, ১০:৩৬ এ.এম.
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ছনকা উচ্চ বিদ্যালয়ে দুই দিন ধরে শ্রেণিকক্ষে তালা ঝুলছে। ধলেশ্বরী নদীর পূর্ব পাড় থেকে বিদ্যালয়টি পশ্চিম পাড়ে সরিয়ে নেওয়া নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে দুই পাড়ের বাসিন্দাদের মধ্যে। এর ফলে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী ক্লাস করতে পারছে না, সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা।

সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে ছনকা উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের দুটি টিনশেড ঘরের প্রত্যেক ক্লাসরুমে ঝুলছে তালা। শিক্ষার্থীর চট, মাদুর বিছিয়ে বারান্দায় ও খোলা মাঠের নিচে রোদে বসে আছে। আর অভিভাবকরা নান উৎকণ্ঠায় বাহিরে বসে আছেন। এমনকি বিদ্যালয়ের টয়লেটেও তালা। ফলে অপেক্ষাকৃত শিক্ষার্থী পানি ও টয়লেটের কাজ করছে পাশের বাড়ি থেকে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ অভিযোগ করেন, বর্তমান প্রধান শিক্ষক আব্দুস সালাম ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. শাহজাহান কোনো প্রকার রেজুলেশন ছাড়া জোর করে বিদ্যালয়টি নদীর পশ্চিম পাড়ে স্থানান্তর করেছেন।

অন্যদিকে প্রধান শিক্ষক সালাম বলেন, নিয়ম মেনেই বিদ্যালয় স্থানান্তর হয়েছে।

তবে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন জানান, তারা যেভাবে স্থানান্তর করেছেন, তা সুষ্ঠু হয়নি। দুই পাড়ের অভিভাবকদের সঙ্গে সমঝোতা করা প্রয়োজন ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, বেশিরভাগ শিক্ষার্থী বর্তমান (পূর্ব পাড়ের) অবস্থানে বিদ্যালয় রাখতে চায়। প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইন অমান্য করায় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ নিয়ে দুই পাড়ে উত্তেজনা বাড়ছে। অভিভাবক ও এলাকাবাসীরা আশঙ্কা করছেন, দ্রুত সমাধান না হলে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।

ভিওডি বাংলা/ এমএইচ/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবার সামনে ভাইয়ের চোখ উৎপাটন: ছোট ভাই স্বপন ব্যাপারী গ্রেপ্তার
বাবার সামনে ভাইয়ের চোখ উৎপাটন: ছোট ভাই স্বপন ব্যাপারী গ্রেপ্তার
আওয়ামী স্বৈরাচারের চেয়ে এই স্বৈরাচার বড় : কাদের সিদ্দিকী
আওয়ামী স্বৈরাচারের চেয়ে এই স্বৈরাচার বড় : কাদের সিদ্দিকী
দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন