• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

মামলা ইস্যুতে যা বললেন জ্যোতিকা জ্যোতি

   ১ মে ২০২৫, ০১:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক
বিতর্কিত হোয়াটস্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সঙ্গে ছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। শেখ হাসিনা সরকারের সঙ্গে ছিল ঘনিষ্ঠতা। আওয়ামী লীগের দলীয় পদেও আছেন তিনি। এ সমস্ত কারণেই ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনেরত পর থেকে ছিলেন কোনঠাসা। এবার জুটল নতুন আপদ। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যাচেষ্টায় মামলা হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে।

মামলার বিষয়ে শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের সাবেক পরিচালক ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি এক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আজ পর্যন্ত আমার জীবনে আমি কোনোদিন কোন মানুষের গায়ে হাত তুলিনি। আমার আদর্শের বাইরে, ভিন্নমতের কিংবা আমার শত্রুকেও আমি শারীরিক আঘাত করার কথা ভাবতেও পারিনা।’

অভিনেত্রী কখনও কাউকে কষ্ট দেননি, বরং অসহায়দের সাহায্য করেছেন। রাস্তার পাশে কুকুরদের পানি পান করিয়েছেন। অভিনেত্রী ভাষ্য, ‘আমি কোনো পোকা, পিঁপড়া এদের মারিনা। কখনও মশা মারিনা, যারা আমার কাছের তারা জানে। রাস্তাঘাটে ক্লান্ত, ক্ষুধার্ত প্রাণী দেখলে সাধ্যমত খাবার, পানি, আদর করে দেই। আমার ব্যাগে রাখা পানির বোতল থেকে পানি হাতে নিয়ে রাস্তার কুকুরদের খাওয়েছি অনেকবার। এর কারণ আমার ভীষণ মায়া হয়।’

তিনি যোগ করেন, ‘মানুষ অনেককিছু পারলেও, প্রাণ সৃষ্টি করতে পারে না। প্রকৃতির প্রতিটা প্রাণ তাই আমার কাছে পূজনীয়। আমি কোনো মারামারি, খুন, প্রাণী নির্যাতন, হত্যার ভিডিও দেখলে আমার এমন অনুভূতি হয় যে আমি অপ্রকৃতিস্থ হয়ে যাই। এগুলো মনে গেঁথে থাকে, আমি ডিপ্রেশনে ভুগতে থাকি।’

জ্যোতিকা জ্যোতি হতাশা প্রকাশ করে লিখেছেন, ‘এই আমাকেই কিনা একের পর এক হত্যা মামলার আসামী করা হচ্ছে! যাদের আমি চিনি না। জীবনে নাম শুনিনি তারা বাদী। মামলাগুলো এমনই মিথ্যা যে মানুষ শুনেই হেসে দেয়। কিন্তু এই হাসি-তামাশার মামলাগুলো আমাকে বিষাদগ্রস্ত করে দিচ্ছে।’

মিথ্যা মামলা কারণে মানসিকে ভাবে বিষাদের শিকার হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘মামলা কারণে আমার কোনো ভয়-ভীতি নেই, আমাকে মানসিকভাবে যন্ত্রণার মধ্যে ফেলছে। যে যন্ত্রণা আমাকে মানুষের থেকে, কাজের থেকে, স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে সরিয়ে এক বিষাদভরা জগতে নিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘এসব মিথ্যা অপবাদ, সামাজিক মাধ্যমে এক শ্রেণীর মানুষের প্রতিহিংসার প্রকাশ-গালিগালাজ, নোংরামি, আমার জীবনীশক্তি শেষ করে দিচ্ছে।’

অভিনেত্রী প্রশ্ন করেছেন, আসলে তার অপরাধ কি? কেন তাকে এরকম বিশ্রী সিচুয়েশন পার করতে হচ্ছে? এই ক্ষতিপূরণ কে দেবে? এসব হেনস্তা, নিপীড়নের মানে কি?

এদিকে গতকাল এনামুল হক নামে এক ব্যক্তি বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।

মামলার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল