• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কিশোরগঞ্জে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের র‌্যালী ও আলোচনা সভা

   ১ মে ২০২৫, ০৩:৫৩ পি.এম.

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ( ১লা মে ) দুপুরে শহরের রথখলা ময়দান থেকে জেলা শ্রমিকদলের ব্যনারে বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

এর আগে শ্রমিকদের বিভিন্ন সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে রথখলা ময়দানে এসে জড়ো হয়। এসময় তাদের হাতে থাকা প্লে-কার্ডে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। আলোচনার সভার মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায়ের বাস্তবতা তুলে ধরে তাদের দাবি পূরণের আশা ব্যক্ত করে  বলেন, পহেলা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। আর তখন থেকেই সারা বিশ্বে মহান মে দিবস পালিত হচ্ছে।

আমরা শ্রমিকদের অধীকার আদায়ে চেষ্টা চাীলয়ে যাচ্ছি। সর্বক্ষেত্রে শ্রমিকদের ওপর শোষণ-নিপীড়ন চালানো হচ্ছে। শোষণ-নিপীড়নের অবসান ও শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

আলোচনা সভা ও র‌্যালীতে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ সভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম, জেলা শ্রমিকদলের সভাপতি সালাহ উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক মোঃ দিদারুল হক উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/এম  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরসাদীপুর ইউনিয়ন পাবনা জেলার সঙ্গে সংযুক্ত করার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন
চরসাদীপুর ইউনিয়ন পাবনা জেলার সঙ্গে সংযুক্ত করার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির