• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

চাকরি না দেওয়ায়

শ্রমিকদের কারখানায় ঢুকতে দিচ্ছেন না বিএনপি নেতারা

   ৩ মে ২০২৫, ০৯:০৪ পি.এম.

মানিকগঞ্জ প্রতিনিধি: 

মানিকগঞ্জের গোলড়ায় চুক্তি অনুযায়ী চাকরি না দেওয়ায় শ্রমিকদের কারখানায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা আতাউর রহমান আতার ও তার অনুসারীদের বিরুদ্ধে। 

শনিবার (৩ মে) সকাল ৯টার দিকে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই) বাংলাদেশ লিমিটেডের ওয়্যারহাউজে এ ঘটনা ঘটে। 

এ সময় কারখানাটির সামনে অর্ধশতাধিক আউটসোর্সিং শ্রমিক ফ্যাক্টরিতে কাজের জন্য এলেও ভেতরে প্রবেশ করতে পারেনি। পাশাপাশি আটকে পড়েন প্রতিষ্ঠানের কর্মচারী-কর্মকর্তারাও। 

অভিযুক্ত আতাউর রহমান আতার জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

শ্রমিকরা জানায়, ট্রান্সপোর্ট ব্যবসা এবং আউটসোর্সিং কর্মী নিয়োগের ঠিকাদারি ব্যবসার অনুমোদন না দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সম্পর্কের অবনতি ঘটলে শ্রমিকদের কারখানায় ঢুকতে বাধা দেওয়া হয়।

সংশ্লিষ্ট ও পুলিশ সূত্র জানিয়েছে, ট্রান্সপোর্ট ব্যবসা, আউটসোর্সিং কর্মী নিয়োগসহ ওয়্যারহাউজ পরিচালনার যাবতীয় কাজ আওয়ামী লীগ সরকারের আমল থেকে করে আসছিল জাকির ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান।  প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আওয়ামী লীগ নেতা স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন। সম্প্রতি জেটি ইন্টারন্যাশনাল চুক্তি বাতিল করে স্থানীয় বিএনপি নেতাদের কাজ না দিয়ে নতুন করে চট্টগ্রামের এক ভেন্ডারকে দিয়ে কাজ করাচ্ছেন কর্তৃপক্ষ। 

তবে স্থানীয় নেতাদের দাবি, ওই  চুক্তি বাতিল করে বিএনপিপন্থি ভেন্ডার এম এস ট্রেডার্সের সঙ্গে নতুন চুক্তি করতে হবে। 

এ সময় ওয়্যারহাউজের সামনে জেলা টিসিবির সভাপতি ও জেলা বিএনপি নেতা আবুল কালাম, সদর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ জহির, জাগীর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাবু, সদর থানা কৃষকদলের সহসভাপতি সাইদুল ইসলাম সাজলু, জেলা বিএনপির সদস্য ফরিদুজ্জামান ফরিদ, সাবেক ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রবিনসহ ২০ থেকে ২৫ জন বিএনপির অঙ্গ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। এদের প্রত্যেকে মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আতাউর রহমান আতার অনুসারী। 

এ বিষয়ে আতাউর রহমান আতার সাংবাদিকদের বলেন, কোম্পানির লোকের সঙ্গে আগে কথা ছিল ফ্যাক্টরির চলমান কাজগুলো স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দিয়ে করানো হবে। কিন্তু কোম্পানি তাদের কথা না রাখায় স্থানীয় ইউনিয়নের নেতাকর্মীরা শ্রমিকদের ফ্যাক্টরিতে ঢুকতে বাধা দিয়েছে।  

জেটিআই ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের সিকিউরিটি ইনচার্জ সাইদুজ্জামান বলেন, লেবারদের ওয়্যারহাউজে ঢুকতে না দেওয়ায় স্থানীয় যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি তারা আউটসোর্সিংয়ের ঠিকাদারি, ট্রান্সপোর্ট ব্যবসা করতে আগ্রহী। আমরা তাদের নিয়মমাফিক অফিসিয়াল প্রসিডিওর মেইনটেইন করে ভেন্ডার লাইসেন্স জমা দিতে বলেছি। 

তিনি বলেন, তারা কাজ করলে আমাদের প্রতিষ্ঠানের দিক থেকে কোনো সমস্যা নেই। তবে প্রতিষ্ঠানে শ্রমিকদের ঢুকতে না দেওয়ার মতো ঘটনা কাম্য নয়। পুলিশ এসে ঘটনা সমাধানের চেষ্টা করছে।

এ ঘটনার পরপরই সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, টিম ঘটনাস্থল পরিদর্শন করছে। আমরা দ্রুত এ সংকট সমাধানের চেষ্টা চালাচ্ছি।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
কুড়িগ্রামের কালজানি নদী দিয়ে ভেসে আসছে গাছের গুড়ি
কুড়িগ্রামের কালজানি নদী দিয়ে ভেসে আসছে গাছের গুড়ি