• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে ইইউ’র উদ্বেগ

   ৮ মে ২০২৫, ০৬:৪৮ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সাধারণ মানুষদের জীবন রক্ষা করার জন্য ভারত ও পাকিস্তানকে ‘সংযম প্রদর্শন, উত্তেজনা কমানো এবং হামলা করা থেকে বিরত থাকা’র আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের সাম্প্রতিক বিমান হামলার পর অঞ্চলটিতে যুদ্ধাবস্থার আশঙ্কা তৈরি হওয়ায় এমন প্রতিক্রিয়া জানানো হয়। এ অবস্থায় উভয় পক্ষকে সংলাপে বসার আহ্বান জানায় সংস্থাটি। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে ইইউ।

ইইউ’র সদস্য রাষ্ট্রগুলো গতমাসে ভারত-শাসিত কাশ্মীরে ভয়াবহ হামলার নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসবাদকে কখনো ন্যায্যতা দেওয়া যাবে না। যারা ওই হামলার জন্য দায়ী তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। প্রতিটি রাষ্ট্রেরই আইনগতভাবে তাদের জনগণকে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা করার কর্তব্য ও অধিকার রয়েছে।’

আরো বলা হয়, ‘এ অঞ্চলের ক্রমবর্মাধন উত্তেজনা এবং এর ফলে আরো সম্ভাব্য প্রাণহানি হতে পারে। ফলে এই উত্তেজনা অত্যন্ত উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন।’

এ অবস্থায় উভয় পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে ইইউ।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক আইনের অধীনে বাধ্যবাধকতা মেনে চলা এবং বেসামরিক জনগণের জীবন রক্ষা করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সবশেষ পরিস্থিতি নিয়ন্ত্রণে সব পক্ষের সাথে কাজ করবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার