• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বান্দরবানে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

   ৯ মে ২০২৫, ০২:৫০ পি.এম.

বান্দরবান প্রতিনিধি: 

বান্দরবান পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদকসহ চারজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

 তাদের মধ্যে মো. সালাউদ্দিন ও মো. জাহাঙ্গীরকে সদর উপজেলা এলাকা থেকে এবং কামাল উদ্দিন ও এসএম আবু তাহেরকে লামা পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন — ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সালাউদ্দিন, মৎস্যজীবী লীগের নেতা মো. জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন এবং জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আবু তাহের।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ ঢাকা মেইলকে জানান, নিয়মিত মামলায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

অপরদিকে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, লামা পৌর এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিওডি বাংলা/এম 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরসাদীপুর ইউনিয়ন পাবনা জেলার সঙ্গে সংযুক্ত করার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন
চরসাদীপুর ইউনিয়ন পাবনা জেলার সঙ্গে সংযুক্ত করার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির