• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

আ'লীগ কার্যালয়ে চলছে এনসিপি’র কার্যক্রম

   ১০ মে ২০২৫, ০৯:২৯ পি.এম.

ভোলা প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দখলে নিয়ে নিজ দলের ব্যানার ঝুলিয়ে দলীয় কার্যক্রম শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। 

শনিবার (১০ মে) দুপরে উপজেলা সদরের কলেজ রোডে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের তিনতলা ভবনের দলীয় কার্যালয়টি দখলে নিয়ে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। লুটপাট করা হয়েছিল কার্যালয়ের আসবাবপত্র। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল কার্যালয়টি। শনিবার দুপুরে এনসিপির চরফ্যাশন উপজেলা প্রতিনিধি দাবি করা অহিদ ফয়সালের নেতৃত্বে এটি দখল করে নিজ দলের ব্যানার টানিয়ে কার্যক্রম শুরু করা হয়।

বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনতলা কার্যালয়টির সামনে জাতীয় নাগরিক পার্টির ব্যানার ঝুলছে। দোতলায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রস্তুতিমূলক সভা করছেন এনসিপির নেতারা। ভবনের ছাদে মাইক বসিয়ে চালানো হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রচারণা।

উপজেলা আওয়ামী লীগের তিনতলা ভবনের দলীয় কার্যালয়টি দখলে নিয়ে এনসিপির ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির চরফ্যাশন উপজেলা প্রতিনিধি দাবি করা অহিদ ফয়সাল বলেন, ‘আমাদের দলীয় কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা এনসিপির নেতা আমজাদ হাবিব, নুরে আলম নাসিম, শরিফ হোসাইন ও মো. শাহাবুদ্দিনকে সঙ্গে নিয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি ব্যবহার করছি। এখন থেকে চরফ্যাশনে এনসিপির দলীয় সব কার্যক্রম এই কার্যালয় থেকে পরিচালিত হবে। কার্যালয়টি গত আগস্ট মাস থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এখন সেটি আমরা ব্যবহার করছি।’

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, তিন যুগেরও বেশি সময় আগে উপজেলা সদরের কলেজ রোডে জমি কিনে টিনশেড ঘর তৈরি করে দলীয় কার্যালয় স্থাপন করে কার্যক্রম চালিয়ে আসছিল উপজেলা আওয়ামী লীগ। ২০১৩ সালের দিকে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের উদ্যোগে সেখানে তিনতলা ভবন বানিয়ে দলীয় কার্যক্রম শুরু হয়। 

এদিকে, আওয়ামী লীগের কার্যালয় দখল করে এনসিপির ব্যানার টানানো নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক মুক্তিযোদ্ধা বলেন, ‌‘আওয়ামী লীগ স্বাধীনতা ও সংগ্রামের দল। স্বাধীনতার এত বছরে এই প্রথম আওয়ামী লীগ অফিস দখল করে এনসিপির নেতারা নিজেদের দলীয় কার্যক্রম চালাচ্ছেন। এটি দেশের ইতিহাসে নজিরবিহীন।’

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম