• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

পাকিস্তানের ৩৫-৪০ সেনা নিহত হয়, দাবি ভারতের

   ১২ মে ২০২৫, ১০:৪৩ এ.এম.

আন্তর্জাতিক ডেস্ক: 

ভারতের সামরিক অভিযানে পাকিস্তানের অন্তত ৩৫ থেকে ৪০ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন ভারতের সামরিক অভিযান পরিচালনা বিভাগের মহাপরিচালক (ডিজিএমও) লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘোষ। রোববার (১১ মে) এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি জানান, ৭ থেকে ১০ মে’র মধ্যে এই পাল্টা হামলা চালানো হয়।

তিনি জানান, ‘অপারেশন সিদুঁর’ ছিল একটি সুনির্দিষ্ট সামরিক কৌশল, যার উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদের পরিকল্পনাকারী ও হোতাদের শাস্তি দেওয়া এবং তাদের পরিকাঠামো ধ্বংস করা।

তিনি বলেন, ৭ মে আমাদের লক্ষ্য ছিল সন্ত্রাসবাদীদের ও তাদের ঘাঁটিগুলোকে নিখুঁতভাবে ধ্বংস করা। পাকিস্তানের কোনো বেসামরিক বা সামরিক স্থাপনায় হামলা চালানোর লক্ষ্য ছিল না।

তবে ওইদিন সন্ধ্যায় পাকিস্তানের একঝাঁক ড্রোন ও ছোট ইউএভি ভারতের বেসামরিক ও সামরিক এলাকায় আক্রমণের চেষ্টা চালায়।  এগুলোর বেশিরভাগই সফলভাবে প্রতিহত করা হয়। তিনটি ড্রোন ভূমিতে নামলেও খুব সামান্য ক্ষয়ক্ষতি হয়।

ডিজিএমও আরও বলেন, ৮-৯ মে রাতে পাকিস্তান সীমান্ত পেরিয়ে ভারতে ড্রোন ও যুদ্ধবিমান পাঠায় এবং একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যর্থ হামলার চেষ্টা করে। সেইসঙ্গে সীমান্ত রেখা বরাবর গোলাগুলিও বাড়ে, যার ফলে তীব্র সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ।

ভারতীয় বিমানবাহিনীর এয়ার মার্শাল এ.কে. ভরতি জানান, পাকিস্তানের চকলালা, রফিকি, রহিম ইয়ার খান, সারগোধা, ভুলারি ও জ্যাকবাবাদসহ একাধিক সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে সফলভাবে হামলা চালানো হয়।

তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদের ঘাঁটি ধ্বংস করা, লাশ গোনা নয়। আমাদের কাজ ছিল লক্ষ্যবস্তুতে আঘাত হানা, কতজন নিহত হয়েছে তা গোনা নয়।’

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত