• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেত্রকোনায় আ’লীগের ১০৫২ জনের বিরুদ্ধে মামলা

   ১২ মে ২০২৫, ০৯:০৮ পি.এম.

নেত্রকোনা প্রতিনিধি
দুই বছর আগে বিএনপির কর্মসূচি চলাকালে হামলার ঘটনার উল্লেখ করে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামছুর রহমানকে প্রধান আসামি করে নতুন করে একটি মামলা হয়েছে। মামলাটির এজাহারে আওয়ামী লীগের ২৫২ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ৮০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

সোমবার (১২মে) সকালে নেত্রকোনা মডেল থানায় নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি রেকর্ড করা হয়। সদর উপজেলার আমলি কেশবপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে মো. সুমন মিয়া (৩৯) মামলাটির বাদী হয়েছেন।

মামলায় ২ নম্বর আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খানকে। ৩ নম্বর আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়কে।

মামলায় বাদী উল্লেখ করেন, ২০২৩ সালের ২২ মে বেলা ১১টায় বিএনপির কর্মসূচি চলাকালে আসামিরা শহরের ছোট বাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে রাস্তা বন্ধ করে বিভিন্ন যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। সেই সঙ্গে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়।

আওয়ামী লীগ সরকার পতনের পর ১৭ আগস্ট থেকে এখন পর্যন্ত জেলায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে অন্তত ৫৪টি মামলা হয়েছে। এসব মামলায় ২ হাজার ৪৭৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৩ হাজার ৪৬৪ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এই ৫৪টি মামলার মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমানকে অন্তত ১৮টি মামলায় প্রধান আসামি করা হয়েছে।

এ ব্যাপারে বক্তব্য জানার জন্য মামলার বাদী সুমন মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। এ ছাড়া আওয়ামী লীগ নেতা শামছুর রহমানসহ অন্য আসামিদের মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ৫ আগস্টের পর আওয়ামী লীগের এসব নেতা আত্মগোপনে গেছেন। আবার বেশ কয়েকজন বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা