• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ট্রাম্প সফরের আগে

আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সামরিক চুক্তি

   ১৩ মে ২০২৫, ১১:২৪ এ.এম.

আন্তর্জাতিক ডেস্ক: 

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ১.৪ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক হেলিকপ্টার ও যুদ্ধবিমানের যন্ত্রাংশ বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগেই সোমবার এই ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।

পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক ও সামরিক বিষয়ক ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রস্তাবিত অস্ত্রচুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত ছয়টি সিএইচ-৪৭এফ চিনুক হেলিকপ্টার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পাবে, যার মোট মূল্য প্রায় ১.৩২ বিলিয়ন মার্কিন ডলার। 

যুক্তরাষ্ট্রের মতে, এই চুক্তি ‘যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি এবং জাতীয় নিরাপত্তা স্বার্থকে সমর্থন করবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সংযুক্ত আরব আমিরাত এই সরঞ্জামগুলো অনুসন্ধান ও উদ্ধার অভিযান, দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ব্যবহার করবে।’

যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতকে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির এক গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে তেলসমৃদ্ধ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। সফরে কূটনৈতিক আলোচনা ছাড়াও প্রতিরক্ষা, বিমান, জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে বড় বড় ব্যবসায়িক চুক্তির সম্ভাবনা রয়েছে।

এছাড়াও, যুক্তরাষ্ট্র এফ-১৬ যুদ্ধবিমানের ১৩০ মিলিয়ন ডলারের যন্ত্রাংশ সংযুক্ত আরব আমিরাতকে বিক্রির অনুমোদন দিয়েছে।

আরেকটি বিবৃতিতে বলা হয়েছে, এই যুদ্ধবিমান-সংক্রান্ত যন্ত্রাংশ সংযুক্ত আরব আমিরাতকে তাদের ‘সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় এবং জাতীয় প্রতিরক্ষা চাহিদা পূরণে সক্ষম করে তুলবে।’

এই অস্ত্রচুক্তি চূড়ান্ত অনুমোদনের আগে মার্কিন কংগ্রেসের ৩০ দিনের সময়সীমা রয়েছে, যার মধ্যে কংগ্রেস চাইলে এই বিক্রয় চুক্তি বাতিল করতে পারে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত