• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি

কারা নির্যাতিতরা বঞ্চিত, ছাত্রলীগ নেতা প্রতিষ্ঠিত

   ১৩ মে ২০২৫, ০১:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আখাউড়া-কসবা আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূইয়া। তিনি অভিযোগ করেছেন, যারা বছরের পর বছর জেল খেটেছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন- তাদেরকে জেলা কমিটি থেকে বঞ্চিত করা হয়েছে। পক্ষান্তরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কমিটিতে স্থন পেয়েছে।

সোমবার (১২ মে) বিকেলে আখাউড়া পৌর শহরের সড়ক বাজার এলাকায় হোটেল ‘আল ফারুক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।

কবীর আহমেদ বলেন, কমিটিতে এমন একজন ব্যক্তিকে পদ দেওয়া হয়েছে, যিনি ছাত্রলীগের নিষিদ্ধ নেতা ছিলেন। একই পরিবারের একাধিক সদস্যকে পদায়ন করা হয়েছে, যা দলের চেতনার পরিপন্থী। যদিও এসব অনিয়ম রয়েছে, তবু আমি দলের সিদ্ধান্তের বাইরে যাইনি। যেহেতু কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিয়েছে, তাই এই কমিটিকে আমি মেনে নিচ্ছি এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন দেয়।

হোটেল উদ্বোধন প্রসঙ্গে কবীর আহমেদ বলেন, আখাউড়া একটি গুরুত্বপূর্ণ শহর। এখানে ব্যবসা-বাণিজ্যসহ নানা প্রয়োজনে বহু মানুষ আসেন। মানসম্মত একটি আবাসিক হোটেলের দীর্ঘদিনের চাহিদা ছিল। হোটেল আল ফারুক সেই চাহিদা পূরণ করবে বলে আমি আশা করি।

পরে তিনি অতিথিদের সঙ্গে ফিতা কেটে হোটেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দুর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূইয়া, বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি মো. মহসীন ভূইয়া, আখাউড়া উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা সৈয়দ শাহ আমান উল্লাহ, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট তপু লস্কর, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম স্বপন, সমাজসেবক ফজলুর রহমান এবং হোটেল আল ফারুকের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।

প্রসঙ্গত, হোটেল আল ফারুক পৌর শহরের আদর আলী কমপ্লেক্সের ৪র্থ তলায় আধুনিক সুবিধাসহ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে সবুজ নগরী’র ঐতিহ্য হুমকির মুখে
রাজশাহীতে সবুজ নগরী’র ঐতিহ্য হুমকির মুখে
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন