• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকায় ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত

   ১৮ মে ২০২৫, ০১:১৯ পি.এম.
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনের ধাক্কায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কে এম মনসুর আলী (৪০) দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) ছিলেন।

শনিবার (১৭ মে) রাতে এই দুর্ঘটনা ঘটেছে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা জানান, রাত সাড়ে ৯টার দিকে মনসুর আলী রেললাইন ধরে হাঁটছিলেন এবং ফোনে কথা বলছিলেন। তিনি আশকোনা হজ ক্যাম্পে ডিউটি ​​শেষ করে পল্লবীতে তার বাসার ফিরছিলেন।

দুই ছেলের বাবা মনসুরের বাড়ি পাবনায়।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মনসুরের ধাক্কা লাগে।

ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন বলেন, গুরুতর আহত অবস্থায় মনসুরকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুজিব পরিবারের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি কিরণের
মুজিব পরিবারের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি কিরণের
এনসিপির সমাবেশ বিকেলে, প্রস্তুতি প্রায় শেষ
এনসিপির সমাবেশ বিকেলে, প্রস্তুতি প্রায় শেষ
১২দিন পর খুলেছে মাইলস্টোন কলেজ, ক্লাসে ফিরেছ শিক্ষার্থীরা
১২দিন পর খুলেছে মাইলস্টোন কলেজ, ক্লাসে ফিরেছ শিক্ষার্থীরা