• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

   ১৮ মে ২০২৫, ০৩:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে জেলা প্রশাসকের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (১৮ মে) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতীয় গরু যেন অবৈধভাবে দেশে আসতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকতে নির্দেশ দেন ও কোরবানির পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো ও সংরক্ষণের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। চামড়ার গুণগত মান বজায় রাখতে এবং তা নষ্ট হওয়া থেকে রক্ষা করতে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

এছাড়া ঈদের পরবর্তী  বাইরে কোনো চামড়া পাঠানো যাবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় টেকশই পদক্ষেপ নিতে এবং পরিবেশবন্ধু বজ্ররোধক তালগাছ লাগার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া  দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা,  বাজার মনিটরিং জোরদারকরণ, জন্মনিবন্ধন, অবৈধ বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ করেন।

এসময় জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকগণ  উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ