• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

আ'লীগের সঙ্গে আপোস নয়: নজরুল ইসলাম

   ১৯ মে ২০২৫, ০৩:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এক সমাবেশে বিএনপি ও ১২ দলীয় জোটের নেতারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

রোববার (১৯ মে) দুপুরে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, "আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোস নয়। কেউ আপোস করতে চাইলে, আমরা বাধা দেবো।" 

তিনি বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করে তিনি বলেন, "যে দলটি বিএনপির চেয়ারপারসনকে বিনা কারণে কারাবন্দি রেখেছে, তারেক রহমানকে নির্বাসনে পাঠিয়েছে, যাদের বিরুদ্ধে লাখ লাখ মিথ্যা মামলা করা হয়েছে—আমরা সেই আওয়ামী লীগের পুনর্বাসন করব, এটা কীভাবে সম্ভব?"

নজরুল ইসলাম খান আরও বলেন, "দীর্ঘ ১৬ বছরের বেশি সময় ধরে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছি। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, এই সময়ে ১৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। শুধু জুলাই আন্দোলনেই সহস্রাধিক মানুষ খুন হয়েছে, লাখ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, অসংখ্য মানুষ আহত ও অঙ্গহানির শিকার হয়েছেন।"

তিনি বলেন, "এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদী সরকারের পতন। ফ্যাসিবাদের পতন ঘটেছে ঠিকই, কিন্তু এখনো জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়নি। শহিদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের ৩১ দফা রূপরেখা রয়েছে, যেটি ২০১৭ সালে খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ ও ২০২৩ সালের ১৩ জুলাই তারেক রহমানের ঘোষিত ২৭ দফা আলোচনার ভিত্তিতে তৈরি হয়েছে। আজকের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রস্তাবগুলোর অনেক অংশ আমাদের রূপরেখাতেই অন্তর্ভুক্ত আছে।"

তিনি বলেন, "আমরা চাই দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী না থাকুক—এটা আমরাই প্রথম বলেছি। সংবিধান সংশোধনের জন্য পরবর্তী সংসদের জন্য অপেক্ষা করতে হবে। সংলাপ ও ঐকমত্যের ভিত্তিতে সংস্কার করা হোক। নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে তার ব্যাখ্যা সরকারকে দিতে হবে।"

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তারেক রহমানের মতো একজন জনপ্রিয় নেতা দেশে ফিরতে পারছেন না—এটি আমরা বিশ্বাস করি না। যদি কোনো প্রতিবন্ধকতা থেকে থাকে, তা সরকারকে স্পষ্ট করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটু (সঞ্চালনায়), জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, লেবার পার্টি বাংলাদেশের চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপির চেয়ারম্যান ফিরোজ মো. লিটন, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম, এলডিপির অতিরিক্ত মহাসচিব এম এ বাশার, নয়া গণতান্ত্রিক পার্টির মহাসচিব ইমরুল কায়েস এবং জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম করতে পারছে না, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রকৌশলী ইশরাক হোসেনকে শপথ পড়ানো হচ্ছে না। তাঁরা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন—আগুন নিয়ে খেলবেন না, অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আয়োজন করুন এবং নারী সংস্কার কমিশন বাতিল করুন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম