• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইবিতে ছাত্রশিবিরের আয়োজনে বিজ্ঞান উৎসব

   ১৯ মে ২০২৫, ০৬:২২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আয়োজনে ৩ দিনব্যাপী ‘ইসমাইল আল-জাযারি বিজ্ঞান উৎসব -২০২৫' আয়োজন করা হয়েছে।

সোমবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা একাডেমিক ভবনের ১০১ নং কক্ষে ‘প্রোগ্রামিং কন্টেস্ট’ এর মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, ছাত্রকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ শাখার সভাপতি শোয়াইব আহম্মেদ-সহ বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা। 

এ সময় ইবি শাখা শিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ছাত্রশিবির শুধু রাজনৈতিক সংগঠন নয়। তাদের কাজ রাজনীতি করা না, তবে তারা রাজনীতি সচেতন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশকে নিয়ে তারা ভাবে। ছাত্রশিবির হচ্ছে একটি আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান। একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা আয়োজন করেছি এই সাইন্স ফেস্টের।

তিনি আরও বলেন, ‘আমাদের মাঝে অনেক প্রতিভা আছে কিন্তু সেইগুলো অ্যাপ্রিশিয়েট করার মত লোক নেই। তাদের জায়গা তৈরি করে দেয়া হচ্ছে না। ছাত্রশিবির এই উদ্যোগ নিয়েছে যার মধ্যে যে প্রতিভা আছে তা বিকশিত হোক। দেশের মানুষ দেখুক, সরকার দেখুক। তাদেরকে উৎসাহ দিক, পেট্রোনাইজ করুক। আমরা আশা রাখি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দেশসেরা, বিশ্বসেরা সাইন্টিস্ট বের হয়ে আসবে।’

উল্লেখ্য,  ১৯ মে থেকে আগামী ২০ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলায় এ উৎসব অনুষ্ঠিত হবে। বিজ্ঞান উৎসবে প্রতিযোগিতা সমূহের মধ্যে রয়েছে বিজ্ঞান অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী ও রুবিক্স কিউব প্রতিযোগিতা। প্রতিযোগিতায় লক্ষাধিক টাকার পুরস্কার থাকবে পাশাপাশি প্রত্যেক অংশগ্রহণকারী জন্য থাকবে সার্টিফিকেটের ব্যবস্থা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ইবির আরও ৯ শিক্ষক বরখাস্ত
জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ইবির আরও ৯ শিক্ষক বরখাস্ত
ইবিতে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা
ইবিতে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা
বিজয় দিবস উপলক্ষে ঢাবিতে বিজয় র‌্যালি আজ
বিজয় দিবস উপলক্ষে ঢাবিতে বিজয় র‌্যালি আজ