• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

মাদক ব্যবসায়ীদের মামলার প্রতিবাদে মানববন্ধন

   ২০ মে ২০২৫, ০৬:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাদকবিরোধী জনসচেতনতা ও প্রতিবাদী কর্মসূচি আরও জোরদার হয়েছে। মাদকের বিরুদ্ধে সচেতন সমাজের প্রতিবাদী কর্মসূচি পালনের পর কতিপয় মাদক ব্যবসায়ীর করা মামলার ঘটনায় আবারও মানবন্ধনের আয়োজন করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২০ মে) সকালে ভুরুঙ্গামারী সড়কে অনুষ্ঠিত এক ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সাঞ্জুয়ারভিটা এলাকার কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর দায়ের করা মামলার প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন সমাজের সচেতন নাগরিকেরা। তাদের অভিযোগ, মাদকবিরোধী কণ্ঠরোধে উদ্দেশ্যমূলকভাবে এসব মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে।

বক্তারা বলেন, মাদক শুধু যুবসমাজ নয়, গোটা জাতির ভবিষ্যতের জন্য হুমকি। প্রতিবাদ করলেই যদি মিথ্যা মামলায় ফাঁসানো হয়, তাহলে কেউ আর মুখ খুলবে না। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে বক্তৃতা করেন বিএনপি, জামায়াতে ইসলামী, ব্যবসায়ী সংগঠন ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। এর মধ্যে ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মান্নান, বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক হাজী সোহেল, স্বেচ্ছাসেবকদল নেতা জাহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মেহেদী হাসানসহ আরও অনেকে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে একটি লিখিত স্মারকলিপি ইউএনও’র নিকট হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

ভিওডি বাংলা/এরশাদুল হক/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই