• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

দুর্ভিক্ষের সংজ্ঞা বদলে দেবে গাজার মানবিক সঙ্কট

   ২২ মে ২০২৫, ০৫:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইসরাইলের অবরোধ ও বোমাবর্ষণের মধ্যে গাজা উপত্যকায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, উপত্যকার লাখো মানুষ অনাহারের মুখে, শিশুরা কাঁদছে ক্ষুধার যন্ত্রণায়, আর কিছু না হলে এই সংকট মৃত্যুতে পরিণত হবে। এই সংকট দুর্ভিক্ষের নতুন সংজ্ঞা সৃষ্টি করবে। 

গাজা প্রশাসনের দাবি, গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত ইসরাইলের ‘ক্ষুধানীতির’ কারণে অন্তত ৩২৬ জন ফিলিস্তিনি মারা গেছেন। ইসরাইলের বিরোধী নেতা ইয়ার গোলান বলেছেন, গাজায় শখের বসে শিশু হত্যা করছে ইসরাইল। 

গাজার এই চিত্রই বলে দেয় ক্ষুধার্ত শিশুদের হাহাকার কতটা তীব্র। একটু খাবারের আশায় কেউ কেউ দুই থেকে তিন দিন বা তারও বেশি সময় ধরে অপেক্ষা করছেন। খাবারের অভাবে ধীরে ধীরে মরতে বসেছে গাজার শিশুরা।

আমরা খাবার না পেলে, বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতো। দু'দিন ধরে তারা অনাহারে। দেড়-দুই মাসেরও বেশি সময় ধরে চলমান এই সমস্যা। আমাদের বাচ্চারা ধীরে ধীরে মারা যাচ্ছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপি বলছে, ইসরাইল কিছু সীমান্ত অস্থায়ীভাবে খুলে দিলেও তা ‘গাজায় তীব্র খাদ্য সংকটের তুলনায় একেবারেই অপ্রতুল’। 

এই অবস্থা চলতে থাকলে পুরো গাজার জনগোষ্ঠী অনাহারের মুখে পড়বে। কারণ কিছু ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করলেও ইসরাইলি বিধিনিষেধের কারণে সেগুলো বিতরণ করা যাচ্ছে না।

গাজার এক মা বলছেন, আমরা তপ্ত রোদে তাঁবুর নিচে থাকি, পেটে কিছু নেই। সন্তানরা ক্ষুধায় কাঁদছে। একজন মা হিসেবে আমি অসহায়- না পারছি ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করতে, না ক্ষুধা থেকে, না পোকামাকড় থেকে।

এই পরিস্থিতিতে, নিজ দেশে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইল এখন শখের বশে গাজার শিশুদের হত্যা করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দল ডেমোক্র্যাটস'র নেতা ইয়ার গোলান।

তিনি বলেন, যদি আমরা একটি সুস্থ ও বিবেকবান রাষ্ট্র হিসেবে আচরণে না ফিরি, তবে ইসরাইল দক্ষিণ আফ্রিকার মতো একঘরে রাষ্ট্রে পরিণত হবে। একটি সুস্থ রাষ্ট্র কখনো বেসামরিক মানুষের বিরুদ্ধে যুদ্ধ, শিশু হত্যা এবং মানুষকে উচ্ছেদের লক্ষ্য নির্ধারণ করে না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে ইসরাইল এখন শখের বশে গাজার শিশুদের হত্যা করছে।

সরকারের নীতিকে ‘প্রতিহিংসাপরায়ণ ও নৈতিকতাবর্জিত’ উল্লেখ করে গোলান বলেন, এই সরকার সঙ্কটময় সময়ে দেশ পরিচালনার কোনো যোগ্যতা রাখে না। তাদের কাজ ইসরাইলের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে কাশির সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু
ভারতে কাশির সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু
আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল, নিহত ৪৭
আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল, নিহত ৪৭
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ