• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুষ্টিয়া-৩ (সদর) আসন

জামায়াতের প্রার্থী মুফতি আমীর হামজা

   ২৫ মে ২০২৫, ০৯:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন আলোচিত ইসলামি বক্তা মুফতি আমীর হামজা। কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন তিনি।

রোববার (২৫মে) বিকালে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে আয়োজিত জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে আমীর হামজার নাম ঘোষণা করা হয়।

জেলা জামায়াত আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে ওই সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার।

আমীর হামজাকে প্রার্থী ঘোষণা করে মোবারক হোসেন বলেন, ‘এই আসনের মধ্য দিয়ে জামায়াতে ইসলামী দেশের প্রায় সব সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা সম্পন্ন করেছে। বিচার ও সংস্কার ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না জামায়াত। আমরা ২০১৮ বা ২০২৪ সালের মতো নির্বাচনের পুনরাবৃত্তি দেখতে চাই না। কেয়ারটেকার সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার।’

উল্লেখ্য, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। নৌকা প্রতীক নিয়ে তিনি দুবার নির্বাচিত হন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে : গোলাম পরওয়ার
সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে : গোলাম পরওয়ার
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার