• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে নাশকতা মামলায় আ.লীগ নেতা কারাগারে

   ২৬ মে ২০২৫, ১২:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নাশকতা মামলার পলাতক আসামি হিসেবে দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ মে) রাতে ৭টার দিকে উপজেলার মাঝদক্ষিণা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে সোমবার (২৬ মে) সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

আবুল বাশার ওই ইউনিয়নের মাঝদক্ষিণা গ্রামের মো. কলিমুদ্দিন মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মামলাটি থেকে পলাতক ছিলেন বলে জানিয়েছে তাড়াশ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় আবুল বাশার গোপনে এলাকায় আসেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাড়াশ থানা পুলিশকে অবহিত করেন। পরে একটি পুলিশ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, আবুল বাশার তাড়াশ থানায় দায়ের করা একটি নাশকতা মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে তাকে আদালতে হাজির করার পরে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ