• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

উপদেষ্টাকে প্রশ্ন করার পর সাংবাদিকদের ওপর হামলায় মামলা দায়ের

   ২৮ মে ২০২৫, ০১:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে অবৈধভাবে বালু-পাথর তোলা নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

হামলায় আহত এখন টিভি ও বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের শেরপুর প্রতিনিধি জাহিদুল খান সৌরভ মঙ্গলবার (২৭ মে) রাতে নালিতাবাড়ী থানায় এ মামলা দায়ের করেন বলে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানিয়েছেন।

এর আগে সোমবার নালিতাবাড়ী উপজেলার দাওধারা গারো পাহাড় এলাকায় বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের সফরকালীন সময়ে খবর সংগ্রহ করতে গিয়ে ছয় সাংবাদিকরা হামলার শিকার হন।

এ ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, তার ভাই নূরে আলম শাহিনসহ ১৪ জনের উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে পুলিশ সুপার আমিনুল বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। একই সঙ্গে আসামিদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

ঘটনার বর্ণনায় শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ বলেন, সোমবার নালিতাবাড়ীর গারো পাহাড়ে দাওধারা প্রস্তাবিত পর্যটন কেন্দ্র পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এ সময় সাংবাদিকরা তার কাছে পাহাড় কেটে বালু ও পাথর উত্তোলন, বন দখল ও হাতির অভয়াশ্রম নিয়ে প্রশ্ন করেন। এ প্রশ্ন শুনে সেখানে উপস্থিত স্থানীয় কয়েকজন ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ওঠেন। উপদেষ্টা চলে যাওয়ার সময় তার গাড়ি আটকে তারা বিক্ষোভ শুরু করেন। পরে উপদেষ্টার গাড়িবহর চলে যাওয়ার পরপরই তারা সাংবাদিকদের হেনস্তা ও মারধর করেন। এতে ছয় সাংবাদিক আহত হন।

ঘটনাস্থল পরিদর্শন করে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিক বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এ জন্যই আমরা ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। এ বিষয়ে যা যা আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, তা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই