• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জি এম কাদেরের বাসায় হামলা

   ২৯ মে ২০২৫, ০৯:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

রংপুর প্রতিনিধি

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসায় হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর রংপুর নগরীর সেনপাড়া এলাকার ওই বাড়িতে (স্কাইভিউ) এ হামলার ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, হামলার সময় ওই বাড়িতেই অবস্থান করছিলেন জি এম কাদের। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা ৭টায় মহানগরীতে একটি বিক্ষোভ শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা-কর্মীরা। একপর্যায়ে তাঁরা মহানগরীর সেনপাড়ায় জি এম কাদেরের বাসভবন-সংলগ্ন এলাকায় গেলে জাতীয় পার্টির নেতা-কর্মীরা পাল্টা অবস্থান নেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ৮টা ৫০ মিনিটের দিকে জি এম কাদেরের বাসভবনের সামনে রাখা মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত