• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

   ৩০ মে ২০২৫, ০৪:৪২ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহার ছুটিতে আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে দেশের তফসিলি ব্যাংকগুলোকে তাদের এটিএম বুথে পর্যাপ্ত অর্থ মজুদ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ ছাড়াও পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে ও মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে লেনদেন নির্বিঘ্ন রাখতেও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের তফসিলি ব্যাংকগুলোর ঊর্ধ্বতন নির্বাহীদের কাছে পাঠানো এক নির্দেশনায় এসব বলা হয়েছে।

ঈদের ছুটির সময় গ্রাহকদের যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সে জন্য ব্যাংকগুলোকে আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে নির্দেশনায়।

আরও বলা হয়েছে, এটিএম বুথের ক্ষেত্রে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করতে হবে, এটিএম বুথে কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধান করতে হবে, পর্যাপ্ত অর্থ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং বুথে ২৪ ঘণ্টা নিরাপত্তারক্ষীসহ অন্যান্য নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এ ছাড়া, পিওএসের ক্ষেত্রে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করতে এবং জালিয়াতি রোধে বিক্রেতা ও গ্রাহকদের সচেতন করতেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে ‘কার্ড নন-হিউম্যান টাচ’ ধরনের কার্ডভিত্তিক লেনদেনে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখার জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেই সঙ্গে সব ব্যাংক ও  তাদের এমএফএস সেবা দানকারী সহযোগী প্রতিষ্ঠানগুলোকে নির্বিঘ্নে লেনদেন প্রক্রিয়া নিশ্চিত করতে বলা হয়েছে।

ঈদের ছুটির সময় যেকোনো অঙ্কের লেনদেন সম্পর্কে গ্রাহকদের এসএমএস অ্যালার্ট সেবার মাধ্যমে জানাতেও নির্দেশনায় বলা হয়েছে।

তাছাড়া সব ধরনের ইলেকট্রনিক পেমেন্ট সেবার বিষয়ে গ্রাহকদের সতর্ক করতে প্রচার কার্যক্রম চালানোর জন্য বলেছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের ২৪ ঘণ্টার হেল্পলাইন সেবা দিতে এবং এ সম্পর্কিত নির্দেশনাগুলো মেনে চলার জন্য বলা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বাড়তি
বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বাড়তি
৫ ব্যাংকের একীভূত ইউনাইটেড ইসলামী ব্যাংক’-এর অফিসের অনুমোদন
৫ ব্যাংকের একীভূত ইউনাইটেড ইসলামী ব্যাংক’-এর অফিসের অনুমোদন
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব