• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ ১০ ব্যান্ডের নজরুল কনসার্ট

   ৩১ মে ২০২৫, ১১:১৭ এ.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে দেশের ১০ ব্যান্ডের অংশগ্রহণে নজরুল কনসার্ট ২০২৫। ব্যান্ডগুলো হলো ওয়ারফেজ, সোলস, দলছুট, আর্ক, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, এমএনবি, রেবেল, ব্ল্যাক ও এফ মাইনর। 

শনিবার (৩১ মে) বিকেল ৫টায় নজরুল ইন্সটিটিউট’র আয়োজনে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও উদ্দীপনামূলক গান নিয়ে তৈরি রক অ্যালবামের প্রকাশনা উপলক্ষে আয়োজন করা হয়েছে এই কনাসার্ট। নজরুলের গানগুলো তরুণদের মাঝে নতুন আঙ্গিকে উপস্থাপনের লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অ্যালবামটি প্রকাশের উদ্যোগ নিয়েছে কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। এতে একটি করে মোট ১০টি গান গেয়েছে এই ১০ ব্যান্ড।

অ্যালবামে জায়গা পেয়েছে নজরুলের ‘কারার ঐ লৌহ কপাট’, ‘এই শিকল পরা ছল’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘জাগো অনশন বন্দী’, ‘দুর্গম গিরি, কান্তার-মরু’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘বাজিছে দামামা বাঁধরে আমামা’, ‘পরদেশী মেঘ’ এবং ‘জয় হোক জয় হোক’ গানগুলো।

নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী জানান, কথা, সুর ও স্বরলিপি ঠিক রেখে তৈরি হয়েছে গানগুলো। রেকর্ডিংয়ের আগে প্রখ্যাত নজরুলসংগীতশিল্পীদের কাছে গ্রুমিং করেছে ব্যান্ডগুলো। নজরুল ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হবে এসব গান।

নজরুল কনসার্ট ও অ্যালবাম নিয়ে এক ভিডিও বার্তায় আর্ক ব্যান্ডের ভোকাল হাসান বলেন, ‘২৪-এর গণ-আন্দোলন ও অভ্যুত্থানের পর কাজী নজরুল ইসলামকে সরকারিভাবে জাতীয় কবি হিসেবে গেজেটভুক্ত করা হয়েছে। কবির উদ্দীপনামূলক গানগুলো বর্তমান প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে উপস্থাপন করার লক্ষ্যে অ্যালবাম প্রকাশ করা হচ্ছে। আমরা আর্ক ব্যান্ড এই উদ্যোগকে স্বাগত জানাই। 

শনিবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে কবি নজরুলের গান পারফর্ম করবে আর্ক ব্যান্ড। সবাইকে আমন্ত্রণ কনসার্টটি উপভোগ করার জন্য।’

সোলস ব্যান্ডের প্রধান ও ভোকাল পার্থ বড়ুয়া বলেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানকে আমরা কয়েকটি ব্যান্ড ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। অ্যালবাম প্রকাশের পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউয়ে সরাসরি গেয়ে শোনাব গানগুলো।’

শিরোনামহীন ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়, ‘আন্দোলন-সংগ্রামে বরাবরই প্রেরণা জুগিয়েছে জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান। সেই গানগুলো আরও আকর্ষণীয় করে উপস্থাপনের লক্ষ্যেই এই অ্যালবাম।’

আজ কনসার্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। কনসার্টে অ্যালবামের ১০টি গান গাওয়ার পাশাপাশি নজরুলের আরও বেশ কয়েকটি উদ্দীপনামূলক গান পরিবেশন করবে ব্যান্ডগুলো। গানের পাশাপাশি থাকবে নজরুলের কবিতা আবৃত্তি থেকে শুরু করে আরও বেশ কিছু আয়োজন। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল