• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ইসরায়েলের হামলায় গাজায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত

   ১ জুন ২০২৫, ০৯:২৫ এ.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় আরও একদিনে প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় ৩০০ জন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়াল প্রায় ৫৪ হাজার ৪০০-এ।

শনিবার (৩১ মে) এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু, যা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রকাশ করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে আরও ৬০টি মৃতদেহ পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন ২৮৪ জন। ফলে চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৫৪ জনে।

মন্ত্রণালয় আরও জানায়, ধ্বংসস্তূপের নিচে ও সড়কে এখনো বহু মানুষ আটকে আছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের যে সমঝোতা হয়েছিল, তা ১৮ মার্চ বাতিল করে আবারও হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকেই গাজায় বিমান ও স্থলপথে হামলার মাত্রা আরও বেড়ে যায়।

জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা বলছে, গাজার জনগণকে ক্ষুধার্ত ও চিকিৎসাবঞ্চিত রেখে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে পুরো উপত্যকাটি।

জাতিসংঘের হিসাব বলছে, ইসরায়েলের আগ্রাসনে গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অবকাঠামোর বড় একটি অংশই ধ্বংস হয়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।

এর আগে, গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

অবরুদ্ধ গাজায় চলমান আগ্রাসনের জন্য গণহত্যার অভিযোগে ইসরায়েল এখন আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলার মুখোমুখি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত