• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ঈদে দর্শক মাতাবে যেসব নাটক

   ৫ জুন ২০২৫, ০৪:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

বাংলাদেশে বিনোদন জগতের সবচেয়ে বড় মৌসুম হলো ঈদ। নির্মাতা থেকে শুরু করে অভিনয়শিল্পীরা তাদের সেরা কাজ দেখানোর জন্য রীতিমত মুখিয়ে থাকেন এই সময়টির জন্য। ছোট পর্দার শিল্পীদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটে না। বরং পুরো ঈদ সপ্তাহ জুড়ে মহা সমারোহে সাজানো হয় নাট্যসূচী। টিভির পাশাপাশি ইউটিউব প্ল্যাটফর্মকে উদ্দেশ্য করেও নির্ধারিত হতে থাকে মুক্তির দিনক্ষণ। ২০২৫-এর ঈদুল আযহাতেও মুক্তি পাচ্ছে চমকপ্রদ সব নাটক। পারিবারিক আবেগে মোড়া কাহিনীর সাথে এগুলোতে সমন্বয় ঘটছে চিরাচরিত রোমান্টিক হাস্যরসের। তবে সবকিছুকে ছাপিয়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে পুরনো ও উদীয়মান তারকাদের উপস্থিতি।

সর্বাধিক আলোচিত শিরোনামটি হলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ক্ষতিপূরণ। এর মাধ্যমে দ্বিতীয়বারের মত দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী। এবার তাকে দেখা যাবে ইয়াশ রোহানের বিপরীতে।

সমসাময়িক লেখক শফিক রিয়ানের এক হৃদয়গ্রাহী গল্পকে নাট্যরূপ দিয়েছেন আনিসুর রহমান রাজীব। নাটকের শিরোনাম- ক্যাফে’তে ভালবাসা, যার শ্রেষ্ঠাংশে রয়েছেন পার্থ শেখ এবং তানিয়া বৃষ্টি। রোমান্টিক ঘরানার নাটকটি তারুণ্যদ্বীপ্ত আবেগের উন্মুক্ত পরিস্ফূটনের দাবি রাখছে।

‘মহানগর’ ও ‘মোবারকনামা’র দর্শকরা খুব ভালভাবেই টের পেয়েছেন যে মোশাররফ করিম কেবল রম্য চরিত্রে সেরা নন। প্রতিনিয়ত নিজেকে ছাপিয়ে যাওয়া এই অভিনেতা এবার আসছেন এক অপ্রত্যাশিত রূপে। ঈদ নাটক ‘বোহেমিয়ান ঘোড়া’তে তার ‘আব্বাস’ চরিত্রটি একদম হাস্যরসে ভরপুর। কিন্তু নির্দেশক যেখানে অমিতাভ রেজা চৌধুরী, তখন তো সেখানে ব্যতিক্রম কিছু থাকবেই।

‘এ সিক্রেট অফ শিউলি’ নারী-কেন্দ্রিক এই নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিঙ্কু। নাম ভূমিকায় রয়েছেন এ সময়ের দর্শকনন্দিত অভিনেত্রী তানজিন তিশা। নাট্য নির্মাণটির মধ্য দিয়ে প্রথমবারের মত তিশার সাথে একত্রে ফ্রেমবন্দি হয়েছেন মীর রাব্বি। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম এবং রোজি সিদ্দিকীর মতো অভিজ্ঞ অভিনয়শিল্পীরা।

সন্তুষ্টি যখন সর্বদা নাগালের বাইরে, তখন সেখানে সুখী হওয়াটা কষ্টসাধ্য ব্যাপার। সংসারের আনাচে-কানাচে বিচ্ছিন্ন ভাবে আনন্দ লুকিয়ে থাকলেও তা প্রায়ই দৃষ্টি এড়িয়ে যায়। কখনও কখনও তা উদাত্ত ভাবে উপেক্ষা করা হয়। এমনি পটভূমিতে এগিয়ে যাবে ‘সংসার বিষের বড়ি’ নাটকের গল্প।

সুজিত বিশ্বাসের রচনায় এর পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। পারিবারিক নাট্যকেন্দ্রিক এই গল্পের মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং তাসনুভা তিশা।

পরিবারের আবেগঘন বিষয়গুলো নিয়ে নির্মিত আরও একটি নির্মাণ ‘মায়াডোর’, যার নির্দেশনা দিয়েছেন ইমরাউল রাফাত। তারকা নির্ভর নাটকটি ইতোমধ্যে বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর গল্প এগিয়ে যাবে জীবনের সামাজিক বন্ধন, সম্পর্ক এবং এগুলোর চারপাশে আবর্তিত প্রতিদিনে যাপিত জীবনকে উপজীব্য করে।

এর শ্রেষ্ঠাংশে রয়েছেন শ্যামল মাওলা, তানজিন তিশা, পার্থ শেখ, আয়েশা খান, সমু চৌধুরী এবং চিত্রলেখা গুহ।

প্রখ্যাত নাট্যকার চয়নিকা চৌধুরীর ‘পূর্ণতায় তুমি’ এবারের প্রথম সারির রোমান্টিক নাটকগুলোর প্রতিনিধিত্ব করছে। নাটকের প্রধান চরিত্রে দেখা যাবে এ সময়ে সবচেয়ে পরিচিত মুখ নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমি। জনপ্রিয় এই জুটির সাথে চয়নিকা চৌধুরীর এটাই প্রথম কাজ।

সব মিলিয়ে ছোট পর্দার এই আয়োজন বাংলাদেশি নাট্যপ্রেমিদের ঈদ বিনোদনে আকর্ষণীয় সংযোজন হতে চলেছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল