• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ভারতীয় শাড়ির ট্রাক আটক করে পুলিশে দিলেন বিএনপি নেতারা

   ৫ জুন ২০২৫, ০৭:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নেত্রকোণা প্রতিনিধি

আটক করে রাতভর পাহারা দিয়ে নেত্রকোনার বারহাট্টায় প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ একটি ট্রাক পুলিশে দিয়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।  

বৃহস্পতিবার (৫ জুন) উপজেলার আসমা ইউনিয়নের কৈলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শাড়িসহ ট্রাকটি জব্দ করে পুলিশ। 

বারহাট্টা থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে মালামালসহ ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহটীবাজার থেকে ভারতীয় শাড়িসহ একটি ট্রাক বারহাট্টার দিকে আসছিল; এমন খবরে বিএনপির নেতাকর্মীরা সড়কটিতে পাহারা বসান। পরে রাত ৩টার দিকে উপজেলার কৈলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ওই ট্রাকটিকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। আটক ট্রাকসহ শাড়ির মূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, চোরাচালানিরা চিরাম ইউনিয়নের পুটাকিয়া-নৈহাটি-বারহাট্টা সড়কটিকে একটি রুট হিসেবে ব্যবহার করে আসছিল। পুটিকিয়াস্থ গ্রামটি নেত্রকোনার বারহাট্টা ও কলমাকান্দা এবং সুনামগঞ্জ জেলার ধরমপাশা উপজেলার সংযোগস্থলে অবস্থিত। এ কারণে ওই সড়কটিকে ভারতীয় চোরাচালান চক্রের সদস্যদের জন্য সহজ হয়ে উঠেছিল। 

আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান বলেন, বিভিন্ন সূত্রে খবর পেয়ে আমরা সড়কে অবস্থান নেই। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদারের ছেলে মিজানুর সেলিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজরুল ইসলাম সাজু, যুবদলের রঞ্জু, শাহীন, সেচ্ছাসেবক দলের চন্দনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আটকের পর বিষয়টি আমরা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানাই। পরে পুলিশে খবর দিলে তারা এসে মালামালসহ ট্রাকটি থানায় নিয়ে যায়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল বলেন, বিএনপি অন্যায়-অনিয়মকে প্রশ্রয় দেয় না। চোরাচালানির ঘটনায় যে বা যারা জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উপজেলা বিএনপির সভাপতি মোন্তাক আহমদ বলেন, খবর পেয়ে আমি থানার ওসিকে বারবার ফোন দেই। একপর্যায়ে তিনি ফোন রিসিভ করেন। পরে শাড়িসহ ট্রাক আটকের বিষয়টি তাকে জানাই এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলি। যে কোনো পরিস্থিতিতে উপজেলা বিএনপি আপনার সঙ্গে থাকবে বলেও তাকে জানানো হয়।

বারহাট্টা থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, জব্দ তালিকা করা হচ্ছে। তালিকা সম্পন্ন হওয়ার পর শাড়ির মূল্য সম্পর্কে বলা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই