• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাটে প্রকাশ্যে গরু বিক্রেতাকে কুপিয়ে হত্যা

   ৬ জুন ২০২৫, ০৮:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরুর বাজারে প্রকাশ্যে বাচা মিয়া (৬০) নামে গরু বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৬ জুন) উপজেলার গোডাউন গরুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নিহতের জামাতাকে আটক করা হয়েছে।

নিহত বাচা মিয়ার (৬০) বাড়ি উপজেলার শিলক ইউনিয়নের রাজাপাড়া গ্রামে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. হোসেন (৪০)। তার বাড়ি একই উপজেলার সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাচা মিয়া নিজের ৩টি গরু নিয়ে বাজারে আসে। দু’টি বিক্রি করলেও একটি বিক্রির জন্য অপেক্ষা করছিলেন। এই সময় হঠাৎ জামাতা হোসেন এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে সেনাবাহিনী ও পুলিশের হতো সোপর্দ করে।

জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার এসআই সুমন কবির মৃধা বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্ত হবে। থানায় হত্যা মামলা হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা