• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ঈদগাহ থেকে ফেরার পথে বাবা-ছেলে নিহত

   ৭ জুন ২০২৫, ০৪:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

বগুড়া প্রতিনিধি

শুভ্র পোশাকে ঈদের নামাজ শেষে ফিরছিলেন বাবা-ছেলে। ঈদের খুশির দিনটি যে এতটা অন্ধকার হয়ে আসবে, তা কে জানতো! বগুড়ার শেরপুর উপজেলার নয় মাইল এলাকায় নাবিল পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন চাঁন মিয়া (৩৬) এবং তার ছয় বছরের অবুঝ শিশু আব্দুল্লাহ।

শনিবার (৭ জুন) সকাল ৮ টায় নয়মাইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে । নিহতরা গাড়িদহ ইউনিয়নের আরডিএ এলাকার বাসিন্দা। ঈদের সকালেই পরিবার নিয়ে আনন্দের প্রস্তুতি ছিল ঘরে। কিন্তু নামাজ শেষে বাড়ি ফেরা হলো না আর।

এভাবে ঈদের খুশির দিনেই থমকে গেল একটি পরিবার। শোকের ছায়া শুধু ওই পরিবারেই নয়, ছড়িয়ে পড়েছে পুরো এলাকাজুড়ে।

ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, "আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।"

হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল হক বলেন, "আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।"

স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম বেলাল জানান, ঈদের নামাজ আদায় করার জন্য চান মিয়া তার ছেলে আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে ২০০ গজ দূরে ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে গ্রামের ঈদগাহ মাঠ। তিনি রাস্তার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হওয়ার জন্য প্রথমে শিশু সন্তানকে রাস্তার মাঝখানের ডিভাইডার পার করে দিয়ে নিজে ডিভাইডার টপকে পার হতেই ঢাকাগামী একটি অজ্ঞানতনামা দ্রুতগামী বাসের সামনে পড়েন। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা নিহত হন। ঈদের দিনে এই মর্মান্তিক অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই আব্দুল খালেক বলেন, ঈদের দিনে রাস্তা ফাঁকা হওয়ায় ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে মাদ্রাসা যাওয়ার পথে বজ্রপাতে শিশুর মৃত্যু
কুড়িগ্রামে মাদ্রাসা যাওয়ার পথে বজ্রপাতে শিশুর মৃত্যু
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি