টপ নিউজ
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেপ্তার ৯৬৪
৮ জুন ২০২৫, ০২:৫৩ পি.এম.


ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ৯৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৭৩৬ জন এবং অন্যান্য ঘটনায় ২২৮ জন গ্রেপ্তার হয়েছেন।
শনিবার (৭ জুন) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।
ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৩৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ২২৮ জন রয়েছে। মোট ৯৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও একটি ওয়ান শুটারগান ও একটি বার্মিজ চাকু জব্দ করা হয়েছে অভিযানে।
বিশেষ এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের এ কর্মকর্তা।
ভিওডি বাংলা/ডিআর