• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বার্তায় জনমনে উদ্বেগ: আমিনুল হক

   ৯ জুন ২০২৫, ০৯:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

চাঁদপুর প্রতিনিধি

এপ্রিল মাসে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টার বার্তায় জনমনে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি করেছে; সরকার তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক আমিনুল হক। 

সোমবার ( ০৯ জুন) বিকেলে চাঁদপুর জেলার উত্তর মতলব ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টূর্নামেন্ট এর মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় আমিনুল হক বলেন, বাংলাদেশের জনগণ চায় আগামী ডিসেম্বর এর মধ্যেই নির্বাচন হবে। কিন্তু ডিসেম্বরের নির্বাচনকে  অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস কোন উদ্দেশ্য বাস্তবায়নে জন্য এবং কোন দলের সহযোগিতা নিয়ে এপ্রিল মাসের কথা বলছেন। এর ভিতরে কি ষড়যন্ত্র রয়েছে, কোন দোসররা জড়িত রয়েছে, কি উদ্দেশ্য রয়েছে। জাতি তা জানতে চায়। এর ফলে সরকার তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। 

"বাংলাদেশে গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারে নাই। প্রত্যকটি মানুষ উন্মুখ হয়ে ভোট দেয়ার জন্য বসে আছে " - বলেন তিনি। 

আমিনুল হক দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের সকল রাজনৈতিক দল বলেছে - আগামী ডিসেম্বর এর মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন। 

এপ্রিল মাসে নির্বাচন নিয়ে সময় ও উদ্দেশ্য দুটাতেই প্রশ্নবিদ্ধ উল্লেখ করে  আমিনুল হক বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের যে ঘোষণা দিয়েছেন তা এপ্রিল মাসের প্রথমত এই সময়টা হচ্ছে ঝড় বৃষ্টির সময়। এই সময়ে মানুষ ঠিক মতো রাস্তা ঘাটে বের হতে পারে না। এপ্রিলের দু সপ্তাহ আগে রমজান শুরু হবে। রমজানের মধ্যে কীভাবে প্রচারণা চালানো সম্ভব? মানুষ রোজা রাখবে, না প্রচারণা চালাবে? তারপর পাবলিক পরীক্ষা চলাকালীন সময়ে স্কুল প্রতিষ্ঠানের কক্ষ গুলোতে যে নির্বাচনের বুথ ব্যবহার করা হয়, পরীক্ষার সময়ে সেই বুথ গুলো ব্যবহার করা যাবে না। 

এসময় তিনি আরও বলেন, এই সময়ে ভোট দিয়ে তিনি (প্রধান উপদেষ্টা) কার উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য ভোটের সময়টি এপ্রিল মাসে দিয়েছেন। সেটি আস্তে আস্তে কিন্তু সাধারণ মানুষের ভিতরে একটি সন্দেহ জাগিয়ে তুলছে। একটি ষড়যন্ত্রের গন্ধ সকলেই পাচ্ছেন।

ডিসেম্বর মাসের ভিতরেই নির্বাচন আয়োজনের দাবি ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ আগামী ডিসেম্বর এর ভিতরে নির্বাচন চায়। কারণ ভোটের জন্য সবচেয়ে উপযুক্ত সময় ডিসেম্বর।

এ সময় উদ্বোধকের বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা আতাউর রহমান ঢালী।

এছাড়াও বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ঢাকা মহানগর উত্তর ড্যাব এর সভাপতি প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম এর সভাপতিত্বে মতলব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মফিজুল ইসলাম সরকার এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মুহাম্মদ ইউনুস, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মতলব উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান, সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, চাঁদপুর জেলা বিএনপি সদস্য মুহাম্মদ আজহারুল হক মুকুল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, ইব্রাহিম খলিল, স্পেন বিএনপির সহসভাপতি মোঃ থানা বিএনপি নেতা এসএম আহমেদ মনির প্রমুখ।  

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় নির্বাচনের দিনে আলাদা ব্যালটে গণভোটের পক্ষে বিএনপি
জাতীয় নির্বাচনের দিনে আলাদা ব্যালটে গণভোটের পক্ষে বিএনপি
হুমায়ুন কবির সিলেট থেকে নির্বাচন করবেন: মির্জা ফখরুল
হুমায়ুন কবির সিলেট থেকে নির্বাচন করবেন: মির্জা ফখরুল
রাজধানী থেকে আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
রাজধানী থেকে আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার