• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘শুধু মেধাবী শিক্ষর্থী নয়, জান্নাত উপযোগী সন্তান তৈরির চেষ্টা করে শিবির’

   ১০ জুন ২০২৫, ০৪:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি আমাদের সন্তানরা যেন জান্নাত উপযোগী সন্তান হয় ছাত্রশিবির সেই চেষ্টা করে যেতে চায়।

মঙ্গলবার (১০ জুন) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে বাউফল উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি আমাদের সন্তানরা যেন জান্নাত উপযোগী সন্তান হয় ছাত্রশিবির সকলের পাশে থেকে সেই চেষ্টাও করে যেতে চায়।’ সে প্রচেষ্টায় তিনিও সকলকে পাশে পাওয়ার আহ্বান জানিয়েছেন। 

তিনি এ সময় কৃতি সন্তানদের অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সন্তানদের আমরা ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই, তাদেরকে ভালো মাদ্রাসার ছাত্র বানাতে চাই, আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াতে চাই, মদিনায় পড়াতে চাই, সেজন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তারা প্রস্তুত আছে। আরও উন্নত শিক্ষার জন্য, বিদেশে পাঠানোর জন্য সব সহযোগিতা অবারিত থাকবে। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস