• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

‘আগে বিচার-সংস্কার তারপর নির্বাচন’

   ১০ জুন ২০২৫, ০৫:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

নাটোর প্রতিনিধি

শুধু নির্বাচন নির্বাচন বললে হবে না, ভোট চাচ্ছেন কিন্তু ভোট যদি ভোটের মতো না হয় তাহলে হবে? তাই আমরা বলেছি, ‘আগে বিচার, সংস্কার তারপর নির্বাচন।’ মঙ্গলবার (১০ জুন) নাটোরের বাগাতিপাড়ায় সকালে জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। 

তিনি আরো বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের সময় শুধু আমরা না, সাধারণ জনগণ দেখেছে, আওয়ামী সরকার নির্বাচনের নামে জাতির সঙ্গে তামাশা করেছে। ২০১৪ সালের বিনা ভোটে এমপি হয়ে পার্লামেন্টে গিয়েছে।

২০১৮ সালে দিনের ভোট রাতেই সেরে ফেলেছে। ২০২৪ সালের নির্বাচনে সাধারণ জনগণ ভোটকেন্দ্রে উপস্থিত হয়নি, ভোটারদের যাওয়া লাগেনি, এমনকি যারা গিয়েছে তাদের ভোটগুলো প্রার্থীর আত্মীয়-স্বজনরা মেরে নিয়েছে, শুধু তা-ই নয়, ২৪-এর নির্বাচনে প্রার্থী খুঁজে পাওয়া যায়নি। তারা নিজেরা নিজেদের মধ্যে ডামি প্রার্থী সাজিয়ে নির্বাচন করেছিল। বিগত জালেম সরকার এটাও বলত আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব।

কিন্তু পক্ষান্তরে দেখা যেত আমার ভোট আমি দেব তোমার ভোটও আমি দেব, এমনটাই ঘটেছিল। সুতরাং জনগণ ও ছাত্ররা আর এমন নির্বাচন চায় না, অতীতে যা ঘটেছে তার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না।’

মুজিবুর রহমান বলেন, ‘দ্বীন ও দেশের কল্যাণে জামায়াতের দায়িত্বশীলদের আরো নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের এই লড়াই চলবেই।

২৪-এর আন্দোলনে আমরা দেখেছি ছাত্রদের মুখে স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’ আমরা ন্যায়বিচার চাই, ঠিক তেমনি আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ১৯৭১ থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত ৫৪ বছর জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, পুঁজিবাদ ইত্যাদি মানুষের মতবাদ আমরা দেখেছি যেগুলোর কোনোটাতেই শান্তি নেই, আমরা চাই কোরআনের আইন তাহলেই ইহকাল ও পরকালে শান্তি পাওয়া সম্ভব। 
বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা এ কে এম আফজাল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মো. জাকির হোসেন মাস্টারের সঞ্চালনায়, উপজেলার বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজের হল রুমে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা সেক্রেটারী অধ্যাপক মো. সাদেকুর রহমান, সহ-সেক্রেটারী মো. আতিকুল ইসলাম রাসেল এবং নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মো. আবুল কালাম আজাদ।

ভিওডি/বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই