• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

পাকুন্দিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

   ১০ জুন ২০২৫, ০৯:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি

বর্ণিল আয়োজনে পাকুন্দিয়া উপজেলার মঠখোলা  বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত ।

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (৯ জুন ) সকাল থেকেই মঠখোলা  বহুমুখী  উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এক উজ্জ্বল ও আনন্দঘন পরিবেশের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের এ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বহু বছর পর প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে এসে পুরনো বন্ধু ও শিক্ষকদের সঙ্গে মিলিত হয়ে প্রাক্তন ছাত্রছাত্রীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। সবাই যেন খুঁজে ফিরছিলেন পুরোনো সব স্মৃতি। গানে-আড্ডায়-স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। 

অনুষ্ঠানে মঠখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো: হাবিবুর রহমান বাদলের সভাপতিত্বে ও খন্দকার আল আশরাফ মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুলের সাবেক প্রধান শিক্ষক বাবু তাপস কুমার রায়। এ সময় অন্যান্যদের মধ্যে মঠখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষিকাসহ সহস্রাধিক প্রাক্তন  শিক্ষার্থী উপস্থিত ছিলেন।   

অনুষ্ঠানের আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এই ধরনের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে, যাতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হয়। প্রাক্তন শিক্ষার্থীদের এই সম্মেলন শুধু স্মৃতিচারণ নয়, বরং একে অপরের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের এক দুর্লভ সুযোগ।

অত্র বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন বলেন, আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেশের বিভিন্ন স্তরে বিভিন্ন প্রতিষ্ঠানে আজ দেশের তরে তারা নিয়োজিত রয়েছে। ঈদ উপলক্ষে যাতে করে আমরা সকলে একত্রিত হয়ে আমাদের এই প্রতিষ্ঠানের যারা প্রাক্তন শিক্ষার্থীরা ছিলাম একসাথে আনন্দঘন পরিবেশে কিছুটা সময় যেন কাটাতে পারি। আমাদের এই ঐক্য চিরবন্ধন যা দেশের মধ্যে অন্যরকম পরিচিতি লাভ করবে।

দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজ এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে খোলামেলা আলোচনা। অনেকেই স্কুল জীবনের স্মৃতি শেয়ার করেন এবং বর্তমান প্রজন্মের জন্য উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখেন।

ভিওডি বাংলা/ওমর সিদ্দিক রবিন/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই