• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল: আইডিএফ

   ১৪ জুন ২০২৫, ১২:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, তারা এখনো ইরানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

শুক্রবার (১৩ জুন) এক সংক্ষিপ্ত বিবৃতিতে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আইডিএফ জানায়, ‘ইসরায়েলি বিমান বাহিনী ইরানে হুমকি নিরসনের লক্ষ্যে হামলা অব্যাহত রেখেছে।’

এই বিবৃতির সঙ্গে সংযুক্ত একটি ভিডিওতে দেখা যায়, আকাশপথ থেকে পরিচালিত হামলার দৃশ্য। গত বৃহস্পতিবার ইসরায়েল প্রথম ইরানের সামরিক ঘাঁটিগুলোতে বড় ধরনের বিমান হামলা চালায়।

আইডিএফ-এর তথ্যমতে, ওই হামলায় ইরানের তিনজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার নিহত হন। এ ছাড়াও নিহত হন বহু বেসামরিক মানুষ। 
এর পাল্টা জবাবে শনিবার ভোরে ইরান ইসরায়েলের উদ্দেশে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ, এবং উভয় দেশের সামরিক তৎপরতা ক্রমেই বাড়ছে।

আন্তর্জাতিক সম্প্রদায় সংঘাত নিরসনের জন্য কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও যুদ্ধ পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে।
এদিকে নতুন করে ইরানের হামলায় ইসরায়েলে নতুন করে আরো ২১ জন আহত হয়েছেন। এর আগে ৪১ জন আহত হওয়ার খবর শোনা যায়। এ ছাড়া হামলায় একজন নারী নিহত হয়েছেন বলে জানা গেছে।

ইসরায়েলের কেন্দ্রীয় উপকূলীয় সমভূমি অঞ্চলে ইরানের রকেট হামলায় আহত একুশ জনকে সরিয়ে নেওয়া হয়েছে, ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছেন।

এক্স-এ প্রকাশিত একটি সাম্প্রতিক পোস্টে এমডিএ জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, বেশ কয়েকজন গুরুতর এবং অন্যদের অবস্থা হালকা থেকে মাঝারি। ঘটনাস্থলে বিপুল সংখ্যক প্যারামেডিক পাঠানো হয়েছে, যেখানে তারা ব্যাপক ক্ষয়ক্ষতি এবং ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজনকে আটকা পড়ে থাকতে দেখেছেন।

আয়ালন অঞ্চলের জরুরি পরিষেবার উপ-পরিচালক রামি মুশার বলেছেন, ‘এটি একটি কঠিন দৃশ্য। আমরা এখনও স্ক্যান চালিয়ে যাচ্ছি এবং নিশ্চিত করছি যে, ভবনের ভিতরে আরো কোনো হতাহত নেই।

’রয়টার্স সংবাদ সংস্থার একটি ভিডিওতে একটি বাড়ির ক্ষতিগ্রস্ত ছাদ এবং ঘটনাস্থলে কয়েক ডজন উদ্ধারকর্মী এবং সামরিক কর্মীদের দেখা গেছে।

সূত্র : বিবিসি

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত