• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মোসাদ সদর দফতর উড়িয়ে দিলো ইরান

   ১৭ জুন ২০২৫, ০৭:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ভিওডি ডেস্ক
ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সেনা কেন্দ্র ও মোসাদের সদর দফতর গুঁড়িয়ে গেছে। হামলায় সফলভাবে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপি-কে দেয়া এক বিবৃতিতে নাম প্রকাশে অনিচ্ছুক আজারবাইজান সরকারের এক কর্মকর্তা বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হওয়ার পর থেকে ১৭টি দেশের ৬০০’র বেশি নাগরিক ইরান থেকে আজারবাইজানে প্রবেশ করেছেন।

এ বিদেশি নাগরিকরা কাস্পিয়ান সাগরের উপকূলবর্তী আস্তারা চেকপয়েন্ট দিয়ে ইরান থেকে আজারবাইজানে প্রবেশ করছেন। সেখান থেকে তাদের আজারবাইজানের রাজধানী বাকুর বিমানবন্দরে নেয়া হচ্ছে এবং আন্তর্জাতিক ফ্লাইটে নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে।

আজারবাইজান সরকারের সূত্র জানায়, যারা ইরান ছেড়েছেন তাদের মধ্যে রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, জার্মানি, স্পেন, ইতালি, সার্বিয়া, রোমানিয়া, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, চীন, ভিয়েতনামের নাগরিক রয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার