• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে পাকিস্তান

   ১৮ জুন ২০২৫, ০৫:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

চীনের দাজহু শহরে আগামী ৩-১৩ জুলাই বসবে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্টের আসর। মঙ্গলবার (১৭ জুন) প্রকাশিত যুব হকি টুর্নামেন্টের সূচিতে বালক-বালিকা কোনো বিভাগেই ভারতের নাম নেই। তারা এই আসরে অংশ নেবে না।

বাংলাদেশ বালক বিভাগে ‘এ’ গ্রুপে পড়েছে। যে গ্রুপে শীর্ষ প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে রয়েছে স্বাগতিক চীনও। অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও হংকং। ‘বি’ গ্রুপে অবশ্য ছয়টি দল। সেখানে রয়েছে মালয়েশিয়া, জাপান, চাইনিজ তাইপে, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান। 

বালক বিভাগে দুই গ্রুপের দুই শীর্ষ দল সেমিফাইনাল খেলবে। অন্য দলগুলো ৫-৯ম পজিশনের জন্য লড়বে। এর আগে জুনিয়র এশিয়া কাপে রানার্সআপ হওয়ার কীর্তি রয়েছে বাংলাদেশের। ২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে শেষ মুহূর্তে গোল হজম করে ট্রফিবঞ্চিত হয় বাংলাদেশ। 

জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ নারী দল এবারই প্রথম অংশগ্রহণ করছে। নারী দলও ‘এ’ গ্রুপে পড়েছে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান, হংকং ও উজবেকিস্তান। ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক চীন, চাইনিজ তাইপে, শ্রীলঙ্কা ও কাজাখস্তান।

বাংলাদেশ বালক-বালিকা দল গত পরশু বিকেএসপিতে অনুশীলন শুরু করছে। দু’টি দলই সম্পূর্ণভাবে বিকেএসপি নির্ভর। বিকেএসপির হকি বিভাগের শিক্ষার্থীরাই এতে অংশগ্রহণ করবে। তাই বিকেএসপির দুই কোচ দুই দলের দায়িত্বে রয়েছেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিবি থেকে ফারুককে সরানোর কারণ জানালেন ক্রীড়া উপদেষ্টা
বিসিবি থেকে ফারুককে সরানোর কারণ জানালেন ক্রীড়া উপদেষ্টা
সিপিএলে ফিরলেন সাকিব, ভিভ রিচার্ডসের সাক্ষাৎ আশা
সিপিএলে ফিরলেন সাকিব, ভিভ রিচার্ডসের সাক্ষাৎ আশা
ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল উইন্ডিজ
ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল উইন্ডিজ