সিপিএল খেলতে আমি মুখিয়ে আছি- সাকিব


ক্রীড়া ডেস্ক
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ২০১৩ সাল থেকে খেলে আসছেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত তিন দলের হয়ে পাঁচ মৌসুমে খেলেছেন তিনি। তবে ২০২২ আসরের পর এবারই প্রথম টাইগার অলরাউন্ডারকে দেখা যাবে সিপিএলে। এবারের আসরের জন্য ড্রাফট থেকে সাকিবকে দলে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স।
৩৮ বছর বয়সী সাকিবের সিপিএলে দুবার চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে। ২০১৬ সালে জ্যামাইকা, ২০১৯ সালে গায়ানার হয়ে জিতেছিলেন বাঁহাতি অলরাউন্ডার। ২ বছর বিরতির পর আবারো সিপিএলে ফিরে উচ্ছ্বাসের কমতি নেই তার। জানালেন, ফ্যালকনের হয়ে সফল একটি টুর্নামেন্ট কাটানোরই আশা করছেন তিনি।
সাকিব বলেন , ‘এ বছরের সিপিএল খেলতে আমি মুখিয়ে আছি। আমি কয়েক বছর সিপিএল খেলেছি। শিরোপা জয়ী দলের সদস্য ছিলাম, ফাইনালও খেলেছি। সিপিএল নিয়ে তাই আমার বেশ ভালো ভালো স্মৃতি আছে। এ বছর ফ্যালকনের হয়ে খেলব, খুবই এক্সাইটেড। তাদের হয়ে সফল একটি টুর্নামেন্টের আশা করছি।‘
এর আগে বুধবার (১৮ জুন) সাকিবকে নেয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে সিপিএলের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে তথ্য নিশ্চিত করা হয়। তার দল পাওয়ার খবর জানিয়েছে এভাবে, ‘এখনো সিপিএলের সেরা বোলিং যাঁর, সেই সাকিব আল হাসান ২০২৫ সালে খেলবেন অ্যান্টিগা ও বারবুডার হয়ে। তিনি কি পারবেন ২০১৩ সালে সেই ৬ রানে ৬ উইকেট পাওয়ার দুর্দান্ত বোলিং ছাড়িয়ে যেতে?’
ভিওডি বাংলা/ এমপি