• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বিএনপির সিদ্ধান্ত একক প্রার্থী নির্ধারণ

   ২১ জুন ২০২৫, ০১:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

মোক্তাদির হোসেন প্রান্তিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসনভিত্তিক জরিপ চালাচ্ছে বিএনপি। এ বিষয়ে দলের বিশ্বস্ত তিনজন সরেজমিনে কাজ করছেন। তারা খোঁজ-খবর নিচ্ছেন, দলের সম্ভাব্য প্রার্থীদের কার কী অবস্থা। জরিপে বেশিমাত্রায় গুরুত্ব দেওয়া হচ্ছে অপেক্ষাকৃত তরুণ, মেধাবী ও ইমেজসম্পন্ন নেতাদের। ২০০১ সাল থেকে ২০১৮ পর্যন্ত যারা দলীয় মনোনয়নে এমপি হয়েছেন বা মনোনয়ন পেয়েছিলেন তাদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। তবে ২০১৮ সালের মতো এবার এক আসনে একাধিক জনকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হবে না।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ভিওডি বাংলাকে বলেন, এবার দলের সিদ্ধান্ত একক প্রার্থী নির্ধারণ করার। ২০১৮ সালের মতো একাধিক প্রার্থী হবে না?।

দলীয় সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিভিন্ন আসনে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে নামেন। কোথাও কোথাও নেতৃত্ব নিয়ে সংঘাতও হয়। এ সব সংঘাত এড়িয়ে চলতে দলের শীর্ষ পর্যায় থেকে কয়েকটি নির্বাচনী এলাকায় কিছু নেতাকে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। যদিও সেসব এলাকায়ও একাধিক প্রার্থী মাঠে কাজ করছেন।

জানা গেছে, বিএনপির প্রার্থী বাছাইয়ে ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদেরও বিবেচনায় রাখা হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচনকেন্দ্রিক সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর। সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকারের পর একক প্রার্থী চূড়ান্ত করে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। দলটির গঠনতন্ত্রের ১৪ অনুচ্ছেদে বলা আছে ‘জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিংবা অন্য যে কোনো নির্বাচনের জন্য দলের প্রার্থী মনোনয়নে দলের একটি পর্লামেন্টারি বোর্ড থাকবে। জাতীয় স্থায়ী কমিটিই হবে দলের পার্লামেন্টারি বোর্ড।

জাতীয় সংসদ নির্বাচনের কিংবা যে কোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করবে এবং এ ব্যাপারে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।’

জানা গেছে, মিত্র দলগুলোর বেশ কয়েকজন নেতাকে ইতোমধ্যে নির্বাচনী এলাকায় কাজ করার ইঙ্গিতও দিয়েছে বিএনপি হাইকমান্ড। আবার ঢাকার দুই-তিনটি আসনও মিত্রদের ছাড়তে হতে পারে বলে বিএনপির একাধিক সিনিয়র নেতা ইঙ্গিত দিয়েছেন। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর আলাপ-আলোচনার মাধ্যমে সব কিছু চূড়ান্ত হবে বলে জানিয়েছে বিএনপি সূত্র।

এদিকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে দল পুনর্গঠনের কাজ শেষ করতে চায় বিএনপি। ইতোমধ্যে দল পুনর্গঠনের সঙ্গে যুক্ত নেতাদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুষ্ঠু-শান্তিপূর্ণ নির্বাচনের চ্যালেঞ্জ প্রশাসনে অস্থিরতা ও মবভীতি
সুষ্ঠু-শান্তিপূর্ণ নির্বাচনের চ্যালেঞ্জ প্রশাসনে অস্থিরতা ও মবভীতি
নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন !
নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন !
ডাকসু নির্বাচনের ইতিহাস
ডাকসু নির্বাচনের ইতিহাস