• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ক্যাচ ধরে চূড়ায় চড়ে বিশ্বরেকর্ড জো রুটের

   ২৪ জুন ২০২৫, ০৬:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

ব্যাট হাতে টেস্ট ইতিহাসের অন্যতম সেরা, ইংল্যান্ডের ইতিহাসে সম্ভবত সেরা—জো রুটের পরিচয়টা এতদিন ব্যাটিং ঘিরেই। হাজার রান, শতরানের পর শতরান, বিপদের মাঝে দাঁতে দাঁত চেপে লড়ে যাওয়া ইনিংস—সবই ছিল ব্যাটিংয়ের গল্প। তবে হেডিংলি টেস্টে রুট লিখেছেন এক ভিন্ন কীর্তির অধ্যায়। ব্যাট নয়, এবার রেকর্ডটা গড়া হলো হাতে—আরও নির্দিষ্ট করে বললে, ক্যাচিংয়ে।

২৯৩ ইনিংসে ২১০টি ক্যাচ নিয়ে টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ডে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন জো রুট। এতদিন এ তালিকার শীর্ষে একা ছিলেন ভারতের ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়। তিনিও নিয়েছিলেন ঠিক ২১০টি ক্যাচ, তবে ৩০১ ইনিংসে। রুট সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছেন ৮ ইনিংস কমে।

টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ (ফিল্ডার হিসেবে):

জো রুট – ২১০ ক্যাচ* (২৯৩ ইনিংস)

রাহুল দ্রাবিড় – ২১০ ক্যাচ (৩০১ ইনিংস)

মাহেলা জয়াবর্ধনে – ২০৫ ক্যাচ (২৭০ ইনিংস)

স্টিভ স্মিথ – ২০০ ক্যাচ* (২২৩ ইনিংস)

জ্যাক ক্যালিস – ২০০ ক্যাচ (৩১৫ ইনিংস)

বর্তমান ক্রিকেটারদের মধ্যে রুটের প্রতিদ্বন্দ্বী মাত্র একজন। রুটের সবচেয়ে কাছাকাছি আছেন স্টিভ স্মিথ। ২২৩ ইনিংসে অস্ট্রেলিয়ান ব্যাটারের ঝুলিতে আছে ২০০ ক্যাচ। এরপরেই আছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস—তার ক্যাচ সংখ্যা ১১৩টি। শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডি সিলভার আছে ৮৬টি ক্যাচ। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচের মালিক মুমিনুল হক—৪২টি।

টেস্ট ব্যাটিংয়ে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এখন পঞ্চম স্থানে জো রুট। আর মাত্র ৩৪৫ রান করলেই উঠে যাবেন দ্বিতীয় স্থানে। তার সামনে থাকবে শুধু একজন—ক্রিকেট ইতিহাসের ব্যাটিং দেবতা শচীন টেন্ডুলকার।

ব্যাটে ক্লাসিক, মাঠে নির্ভরযোগ্য—জো রুট আসলেই টেস্ট ক্রিকেটের পরিপূর্ণ বিজ্ঞাপন। একজন ব্যাটার কেবল রান করেই কিংবদন্তি হন না, মাঠের চার প্রান্তে সতীর্থদের সহায়তা করে, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ক্যাচ ধরেও কিংবদন্তি হয়ে ওঠেন। রুট যেন তারই নিখুঁত প্রমাণ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক