• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাকে নিয়ে বিশেষ নাটক ‘ঘ্রাণ’

   ২৫ জুন ২০২৫, ০১:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

নাটকটির নাম ‘ঘ্রাণ’। নামেই যেন এক ধরনের স্মৃতি জড়ানো সুগন্ধ। যে সুগন্ধ ঘিরে থাকে একজন সন্তানের সমস্ত অস্তিত্ব—তার মা। মায়ের জন্মদিন খুঁজে পাওয়ার গল্প নিয়েই নির্মিত এ নাটক এরই মধ্যে ছুঁয়ে গেছে দর্শকের হৃদয়ের সবচেয়ে কোমল জায়গাটি।

জিয়াউল হক অপূর্ব ও নাজনীন নাহার নিহার অনবদ্য অভিনয়ে নাটকটি মুক্তি পেয়েছে ১০ জুন, ২০২৫—ধূপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। মুক্তির পর থেকেই নাটকটি আলোচনায় উঠে এসেছে। নাটকের নির্মাতা মাসরিকুল আলম। গল্পটি লিখেছেন ইমদাদ রহমান।

‘ঘ্রাণ’ মূলত একটি সন্তানের মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ আর আবেগের গল্প। শুরুটা মিরপুর বেনারসি পল্লিতে। অপূর্বর চরিত্র একটি শাড়ি কিনতে গিয়ে দ্বিধায় পড়ে যায়। শাড়ি কেমন হবে, বুঝে উঠতে পারে না। তখন রোজী সিদ্দিকীর সহায়তায় গল্প ঢুকে পড়ে এক হৃদয়ভরা ফ্ল্যাশব্যাকে।

নাটকটির নির্মাতা মাসরিকুল আলম বলেন, “ইমদাদ ভাইয়ের ছোট একটা গল্প ছিল ‘ঘ্রাণ’। আমি পড়েই মুগ্ধ। কারণ, আমিও আমার মায়ের জন্মদিন জানি না। তখনই সিদ্ধান্ত নিই, এটা নাটকে রূপ দেব। ইমদাদ ভাইকে বলেই দিই—এ গল্পটা করতে চাই।”

নাটকে আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, দিলারা জামান, শেলী আহসান ও বড়দা মিঠু। নির্মাতা জানান, এটি নিহার সঙ্গে তার প্রথম কাজ, যদিও রিলিজ হিসেবে দ্বিতীয়। নির্মাতা মাসরিকুল আরও বলেন, “প্রশংসা পেতে কার না ভালো লাগে! ‘ঘ্রাণ’ রিলিজের পর থেকে দর্শক, সহকর্মীদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি, তা ভবিষ্যতের কাজের জন্য এক বড় প্রেরণা হয়ে থাকবে।”

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইলন মাস্ক নেটফ্লিক্স বয়কটের ডাক দিলেন
ইলন মাস্ক নেটফ্লিক্স বয়কটের ডাক দিলেন
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’