• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কূটনীতি কেবল পুরুষের জন্য নয় : ব্রিটিশ হাইকমিশনার

   ২৫ জুন ২০২৫, ০১:৫৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক: 

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, কূটনীতি কেবল পুরুষের জন্য নয়। মঙ্গলবার (২৪ জুন) আন্তর্জাতিক নারী কূটনীতিক দিবসে এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ব্রিটিশ হাইকমিশনার।

সারাহ কুক বলেন, কূটনীতি কেবল পুরুষের জন্য নয়। আন্তর্জাতিক নারী কূটনীতিক দিবসে আমি আন্তর্জাতিক সম্পর্ক গঠনে কাজ করা নারীদের নিয়ে দিনটি উদযাপন করছি। আমি গর্বিত ঢাকায় এবং লন্ডনে নারী হাইকমিশনার দায়িত্ব পালন করছেন।

হাইকমিশনার সম্প্রতি যুক্তরাজ্যে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামের সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করেন।

প্রসঙ্গত, ২৪ জুন আন্তর্জাতিক নারী কূটনীতিক দিবস। এই দিনটিতে বিশ্বজুড়ে নারী কূটনীতিকদের অবদান ও গুরুত্ব তুলে ধরা হয়। ২০২২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে দিনটিকে নারী কূটনীতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। এই দিনটি পালনের মূল উদ্দেশ্য হলো, কূটনীতিতে নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করা এবং তাদের কাজের স্বীকৃতি দেওয়া।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণার আগে আজই পদত্যাগ করতে পারেন ২ উপদেষ্টা
তফসিল ঘোষণার আগে আজই পদত্যাগ করতে পারেন ২ উপদেষ্টা
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, স্বাক্ষরিত এলওআই
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, স্বাক্ষরিত এলওআই
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার