হল্যান্ডের নতুন রেকর্ড


ক্রীড়া ডেস্ক
মেসি-রোনালদো ও এমবাপ্পেকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন ম্যানসিটি তারকা আর্লিং হল্যান্ড। সবচেয়ে কম ম্যাচে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন এই নওরোজিয়ান তারকা।
জাতীয় দল ও ক্লাবের জার্সিতে মাত্র ৩৭০ ম্যাচ খেলে এই কীর্তি গড়েন তিনি। দ্রুততম তিনশ গোলের পথে পেছনে ফেলেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পেকে। মেসি ৪১৮ ম্যাচ, রোনালদো ৫৫৪ ম্যাচ ও এমবাপ্পে ৪০৯ ম্যাচে এই কীর্তি গড়েন।
ফিফা ক্লাব বিশ্বকাপে য়্যুভেন্টাসের বিপক্ষে ক্যারিয়ারের ৩০০ গোলের দেখা পান হল্যান্ড। বদলি হিসেবে মাঠে নামার মাত্র ৭ মিনিটের মাথায় স্কোর শিটে নাম তোলেন এই সিটিজেন তারকা। যা ম্যানসিটির হয়ে তার ১২৪তম গোল। ক্লাবটির জার্সিতে ১৪৫ ম্যাচ খেলে ১২৪ গোল করেন তিনি।
ভিওডি বাংলা/ এমপি