• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গোলাপ জলে গোসল করে রাজনীতি ছাড়লেন আ.লীগ নেতা

   ২৮ জুন ২০২৫, ০৩:২৮ পি.এম.
গোলপ জলে গোসল করছেন আলী হোসেন মৃধা। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনীতে গোলাপ জলে গোসল করে স্বেচ্ছায় রাজনীতি ছেড়েছেন এক আওয়ামী লীগ নেতা। তার নাম আলী হোসেন মৃধা (৪৮)।

শনিবার (২৮ জুন) দুপুরে সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের চূড়াইন গ্রামের নিজ বাড়ির উঠানে গ্রামবাসীর উপস্থিতিতে গোলাপ জলে গোসল করেন এ নেতা। তিনি বজ্রযোগিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একই সঙ্গে তিনি ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি ডেকোরেটর ব্যবসা করে আসছেন।

দুপুর ১ টার দিকে গোসল সেরে তিনি সাংবাদিকদের জানান, তিনি মুলত: একজন ডেকোরেটর ব্যবসায়ী।

২০১৬ সালে তিনি রাজনীতির সঙ্গে জড়িত হন। সে সময় তিনি বজ্রযোগিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
পদে নির্বাচিত হন। এরপর তিনি ওই ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন একবার।

তিনি বলেন, গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর আমার বোধদয় হয়েছে। অনেকে পালিয়ে গেলও আমি গ্রামে থেকে গেছি। আমি কোনো অনিয়ম ও বিতর্কের সঙ্গে ছিলাম না। আমি আর রাজনীতি করবো না। আওয়ামী লীগও করবো না। আমি ব্যবসা নিয়ে থাকতে চাই।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন