• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৩৮৩

   ২৯ জুন ২০২৫, ০৬:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর (২৭) মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময় আরও ৩৮৩ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৩৬ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এ ছাড়া ঢাকা বিভাগে ৪৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৫৫ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৪১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১০ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৩৩ জন ভর্তি হয়েছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি বছর জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩ এবং জুন মাসে ১৯ জনের মৃত্যু হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৮
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৮
স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে উদ্যোগ নেবে ড্যাব
স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে উদ্যোগ নেবে ড্যাব
দেশে গিরা, পেশী ও হাড়ের ব্যথায় ভুগছেন ৪ কোটি মানুষ
দেশে গিরা, পেশী ও হাড়ের ব্যথায় ভুগছেন ৪ কোটি মানুষ