• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

আহত জুলাইযোদ্ধা

ডিএমপি কমিশনারের ৫ মিনিটের আলটিমেটাম

   ৩০ জুন ২০২৫, ১০:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
নির্ধারিত ৩০ কার্যদিবস শেষ হলেও জুলাই ঘোষণাপত্র না দেওয়ায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা। এ সময় আহত জুলাইযোদ্ধাদের শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার জন্য ৫ মিনিটের আলটিমেটাম দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (৩০ জুন) বিকাল ৩টার দিকে জুলাইযোদ্ধারা যমুনার বিপরীত পাশে রমনা পার্কের অরুণোদয় গেটের সামনে অবস্থান নেন। আন্দোলনকারীদের অনুরোধ করার পর সরে না যাওয়ায় উপস্থিত হন ডিএমপি কমিশনার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আহত জুলাইযোদ্ধাদের উদ্দেশে ডিএমপি কমিশনারকে বলতে শোনা যায়, আপনারা যদি ভালোভাবে, শান্তিপূর্ণভাবে চলে যান আমার কোনো সমস্যা নাই। কিন্তু যদি না যান বাস আনছি, ফোর্স আছে চ্যাংদোলা করে উঠিয়ে আপনাদের নিয়ে যাব। এখন কী করবেন সিদ্ধান্ত আপনাদের। এ সময় আন্দোলনকারীরা স্লোগান দেন, ‘জুলাইয়ের চেতনা দিতে হবে ঘোষণা’।

তখন রাগান্বিত হয়ে ডিএমপি কমিনার বলেন, ‘এই স্লোগান ম্লোগানে কোনো কাম হবে না। ৫ মিনিটস টাইম দিবো ফোর্স দিয়া চ্যাংদোলা করে উঠিয়ে বাসে তুলে দিবো। বাকিটা কী করবেন সিদ্ধান্ত আপনাদের।’

ক্ষুব্ধ আহত জুলাইযোদ্ধারা বলেন, ‘ফায়ার করে দেন ৫ মিনিট সময় দেওয়ার দরকার নাই।

’তখন ডিএমপি কমিনার বলেন, ‘সেটা আপনাদের ব্যাপার।’ তিনি পুলিশ সদস্যদের বলেন, ‘উঠায়ে দিয়ে দাও।’

এ সময় ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম আন্দোলনকারীদের বলেন, ‘ভাই সরকার তো তোমার, তুমি তার বিরুদ্ধে যাবে কেন।’ 

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘আমাদের সব জানা আছে, কিচ্ছু করার নাই। কিন্তু আমি এখানে বসে থাকতে দেবো না।

তখন আন্দোলনকারীদের একজন বলেন, ‘আমাদের দুঃখ লাগে না স্যার। আমরা প্রত্যেকটা লোক এখানে আহত যোদ্ধা। আমাদের রক্তের ওপর সরকার দাঁড়ানো, আর আমাদেরকে আপনারা থ্রেট দিচ্ছেন। স্যার নিয়ে যান আমাদেরকে। আর না হয় গুলি করে দেন। আমরা এজন্য আন্দোলন করছি, আজকে আমাদেরকে থ্রেট দিচ্ছেন স্যার।’

ডিএমপি জানায়, সোমবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সন্নিকটে কতিপয় ব্যক্তি বেআইনি সমাবেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বেআইনি সমাবেশ শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

উল্লেখ্য, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও সংলগ্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে যা এখনো বলবৎ রয়েছে।

এতদসত্ত্বেও উল্লিখিত এলাকায় কতিপয় ব্যক্তি কর্তৃক বেআইনি সমাবেশের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রচেষ্টা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক জারীকৃত গণবিজ্ঞপ্তি মেনে চলার জন্য এবং বর্ণিত বিষয়ে অহেতুক বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ করা হলো।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ